You dont have javascript enabled! Please enable it! 1960.08.26 | শেখ মুজিবের মামলা: বৃহস্পতিবার আরও দুই ব্যক্তির সাক্ষ্য গৃহীত | আজাদ - সংগ্রামের নোটবুক

আজাদ
২৬শে আগস্ট ১৯৬০

শেখ মুজিবের মামলা
বৃহস্পতিবার আরও দুই ব্যক্তির সাক্ষ্য গৃহীত

ঢাকার জেলা ও সেশন জজ এবং পদাধিকার বলে স্পেশাল জজ জনাব এ, মওদুদের এজলাসে গতকল্য (বৃহস্পতিবার) শেখ মুজিবুর রহমান ও কাজী। আবু নাসেরের বিরুদ্ধে আনীত মামলায় আরও দুইজন পদস্থ সরকারী কর্মচারীর সাক্ষ্য গৃহীত হয়।
৮৬
সভায় সফট কোক উৎপাদনের জন্য জনাব আবু নাসের কর্তৃক প্রদত্ত স্কিমটি গৃহীত হয় এবং তাহাতে এক শত টন কয়লা বরাদ্দ করা হয়। সাক্ষীর জেরা সমাপ্ত হওয়ার পূর্বে আদালতের অধিবেশন অদ্য সকাল পর্যন্ত মুলতবী ঘােষিত হয়।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড: ষাটের দশক ॥ প্রথম পর্ব