৩০ মার্চ ১৯৭১ঃ কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ধ্বংস
আজ পাক বিমান বাহিনী কালুরঘাট বাঙ্গালী বিদ্রোহী অবস্থানের উপর প্রচণ্ড বিমান হামলা করে। বিমান হামলায় চট্টগ্রাম কালুরঘাট ট্রান্সমিটারটি বিধ্বস্ত হয়।
নোটঃ অনেক প্রকাশনায় বর্ণিত আছে ৩০ তারিখ জিয়া ২য় বার ঘোষণা পাঠ করেন। এদিন মেজর জিয়ার আবার স্বাধীনতা ঘোষণা প্রচার করার কথা ছিল কিন্তু কেন্দ্রটি ধ্বংস হয়ে যাওয়ায় তা আর হয়নি। সেটি টেক্সট আকারে রয়ে গেছে। সেই টেক্সট এ জিয়া ভুলে তারিখ ৩১ মার্চ লিখেছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য যে ৩০ তারিখ দুপুর থেকে ৩ তারিখ পর্যন্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু ছিল না।