You dont have javascript enabled! Please enable it! 1971.03.30 | বাহিনী পুনর্গঠন ও প্রতিরোধ যুদ্ধ—যশোর | ক্যাপ্টেন হালিম নড়াইল থেকে তার বাহিনী ও ছাত্র যুবকের এক বাহিনী নিয়ে যশোর উপস্থিত হন - সংগ্রামের নোটবুক

৩০ মার্চ ১৯৭১ঃ বাহিনী পুনর্গঠন ও প্রতিরোধ যুদ্ধ—যশোর

পাক বাহিনী ক্যান্টনমেন্টে আক্রমণ করলে লে: হাফিজ ১ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ২০০ সৈনিক ও ইপিআরের ৩০০ সৈনিক নিয়ে প্রতিরক্ষাযুদ্ধ করতে করতে বেনাপোলের দিকে অগ্রসর হয়। এসময় তাদের হাতে অবশিষ্ট তেমন অস্র ছিল না। তারা খাদ্য সঙ্কটে ছিল গ্রামবাসীরা তাদের খাওয়ার ব্যবস্থা করে। সৈনিকরা এক পোষাকে বের হয়েছিল ফলে তাদের বস্র ও আনুষঙ্গিক জিনিষ পত্র সঙ্কট ছিল। সকালে পাক বাহিনীর দুটি দল একটি চাচরার দিকে অপরটি খুলনার দিকে যাচ্ছিল। পুরাতন কসবার কাছে খুলনা গামী দলকে বিদ্রোহী বাঙালী বাহিনী এম্বুশ করে। এখানে বিদ্রোহী বাহিনীর পুলিশ কর্মকর্তা হিমাংশু বেনারজি নিহত হন। প্রবল আক্রমনের মুখে পাকিস্তানী বাহিনীর দলটি ক্যান্টনমেন্ট এ ফিরে যায়। অপর দলটির সাথে শঙ্করপুরে আক্রমন করা হয়। বেঙ্গল রেজিমেন্ট বাহিনী ক্যান্টনমেন্ট এর চার দিকে ঘেরাও দিয়ে বসে থাকে। ক্যাপ্টেন হালিম নড়াইল থেকে তার বাহিনী ও ছাত্র যুবকের এক বাহিনী নিয়ে যশোর উপস্থিত হন। তারা সেখানে ইপিআর এর ক্যাপ্টেন হাসমত, ক্যাপ্টেন আওলাদের সাথে দেখা করে করনীয় জানতে চান।