You dont have javascript enabled! Please enable it! 1971.03.29 | আগরতলায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ - সংগ্রামের নোটবুক

২৯ মার্চ ১৯৭১ঃ আগরতলায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ

ত্রিপুরার আগরতলায় অনিল ভট্টাচার্যের বাড়ীতে আগরতলায় উপস্থিত বাংলাদেশের নেতাদের এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল হারুন এমপিএ। আব্দুল্লাহ আল হারুন সম্মেলনে শেখ মুজিবের গ্রেফতার হওয়ার বিষয় নিশ্চিত করেন। তিনি বলেন বাংলাদেশে ইতিমধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে এবং এ যুদ্ধে আমরাই জয়লাভ করব। এ সম্মেলনে মীর্জা আবুল মনসুর সহ ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরা হলেন লুতফুল হাই সাচ্চু এমপিএ, সিরাজুল হক এমএনএ, তাহের উদ্দিন ঠাকুর এমএনএ, আবুল বাশার মৃধা। এরা সকালেই আগরতলা পৌছেন।  আগরতলা শিশু উদ্যানে এদিন বাংলাদেশের সমর্থনে জন সমাবেশ অনুষ্ঠিত হয়। ত্রিপুরা বিধানসভায় বাংলাদেশের গণহত্যার নিন্দা করা হয় এবং বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রতি সমর্থন বেক্ত করা হয়।  দিল্লীতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক করেন।