২৯ মার্চ ১৯৭১ঃ শেখ মুজিবকে পশ্চিম পাকিস্তানে স্থানান্তর
সন্ধ্যায় শেখ মুজিবকে সেনানিবাস থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে তেজগাঁও বিমানবন্দরে নিয়ে আসা হয়। অতঃপর রাতে সামরিক বাহিনীর একটি বিশেষ বিমানযোগে তাঁকে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। বিষয়টি গোপন রাখা হয়। তাকে কোথায় রাখা হবে বা হয়েছে তা এখনও গোপন রাখা হয়েছে।
নোটঃ করাচী বিমানবন্দরে বন্দী শেখ মুজিবের ছবি মিডিয়াকে দেয়া হয় ১০ এপ্রিল। ১১ এপ্রিল বা তার পরবর্তী কয়েকদিনে ছবিটি সারা বিশ্ব এর পত্রিকায় প্রকাশিত এবং টেলিভিশনে প্রচারিত হয়। তাকে সেখানে নেয়ার প্রথম কয়েকদিন আটক দুর্গে রাখা হয়েছিল