দৈনিক ইত্তেফাক
২৪শে ফেব্রুয়ারি ১৯৬৯
যে কোন প্ররোচনার মুখে শান্তি-শৃংখলা রক্ষা করুন : সম্বর্ধনা-উত্তর দুঃখজনক ঘটনা সম্পর্কে শেখ মুজিবের বাণী
ঢাকা ক্লাবের সম্মুখে সশস্ত্র বাহিনীর গুলী বর্ষণের ঘটনা সম্পর্কে শেখ মুজিবর রহমান গতকাল (রবিবার) এক বিবৃতিতে বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। রেসকোর্সের ময়দানে দশলক্ষ লোকের ঐতিহাসিক জনসভা আজ এই মর্মে শপথ গ্রহণ করেছে যে, শহীদের আত্মত্যাগ-পূত সংগ্রামকে আমরা কিছুতেই অবাঞ্ছিত উত্তেজনা সৃষ্টির মুখে লক্ষভ্রষ্ট হতে দেব না। এখন এই শপথ রক্ষার জন্য আমি আমার প্রিয় দেশবাসীর কাছে আকুল আবেদন জানাচ্ছি। আমাদের নিরবচ্ছিন্ন সংগ্রামের ফলে দেশের দিগন্তে যে আশার আলো ফুটে উঠেছে, তাকে যে কোন মূল্যে রক্ষা করতে হবে। যে কোন প্রকার প্ররোচনা ও উত্তেজনার মুখে দেশবাসীকে শান্তি ও শৃঙ্খলা রক্ষার জন্য আমি আবারো আকুল আবেদন জানাচ্ছি।
সরকারকেও আমি কোন প্রকার প্ররোচনা প্রদান ও উস্কানিমূলক কাজ না করার জন্য সতর্ক করে দিচ্ছি। এই দুর্ঘটনায় যারা আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ও তাদের আত্মীয় স্বজনের প্রতি আমি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছি।
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯