২৮ মার্চ ১৯৭১ঃ পুরাতন ঢাকার হিন্দু অধ্যুষিত এলাকায় পাক বাহিনীর হামলা
সকালে শাঁখারী বাজারে পাকিস্তান সেনাবাহিনী হিন্ধু অধ্যুষিত শাঁখারী বাজার তাঁতিবাজারে হামলা করে ব্যাপক হত্যাকাণ্ড চালায় রাস্তায় অনেক লাশ পড়ে থাকতে দেখা যায়। হামলার আগেই অনেকে নিরাপদ স্থানে চলে গেলেও অনেকেই রয়ে গিয়েছিল। বিকেলে রমনা কালীবাড়ির পিছনে দরিদ্র হিন্দু বসতির উপর পাক সেনাবাহিনী আক্রমন চালায়। সেখানে ২০০ জনের মত নিহত হয়। ২৯ তারিখ সকালে সেখানে ১০০ এর মত লাশ পরে থাকতে দেখা যায়।