You dont have javascript enabled! Please enable it!

২৮ মার্চ ১৯৭১ঃ কলকাতার পথে তাজউদ্দিন

২৮ মার্চ ১৯৭১ সকালে আব্দুল আজিজ মণ্ডল মোটরসাইকেল নিয়ে এলেন। স্থানীয় এমপিএ সুবেদ আলী টিপুর বাসায় গেলাম। সেখানে কথাবার্তার পর খেয়ে আবার বেরিয়ে পড়লাম। এবার জয়পাড়া পৌঁছালাম। আশরাফ আলী চৌধুরীর বাড়িতে গেলাম। সেখান থেকে পদ্মা পাড়ে উপস্থিত হলাম। কিন্তু রূপালী পদ্মা তখন উত্তাল মূর্তি ধারণ করে লহরির পর লহরি তুলে আঘাত করছে। প্রচণ্ড ঝড়। পদ্মা পার হবার কোনো ব্যবস্থাই হলো না। অবশেষে স্থানীয় তাঁতের ব্যবসায়ী শুকুর মিঞার বাড়িতে রাতটা কাটাতে হলো। শুকুর মিঞা আমাদের আন্তরিক যত্ন করলেন।

নোটঃ আশরাফ উদ্দিন চৌধুরী ক্রিকেট ধারাভাষ্যকার শামিম আশরাফ চৌধুরীর পিতা। তিনি ৭০ এর নির্বাচনে সর্বাধিক ভোট পেয়েছিলেন।