২৮ মার্চ ১৯৭১ঃ পূর্ব পাকিস্তানে গণহত্যার প্রতিবাদে ত্রিপুরাবাসী
পূর্ব পাকিস্তানে গণহত্যার প্রতিবাদে ত্রিপুরার শিল্পী, সাহিত্যিক,সাংবাদিক, গনতান্ত্রিক প্রতিষ্ঠান, ছাত্র সংগঠন সমুহ যৌথ ভাবে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে একটি বিবৃতি প্রেরন করে। আকাশ বানী আগরতলা কলকাতাগৌহাটি শিলিগুড়ি কেন্দ্র থেকে পূর্ব পাকিস্তানের সংবাদ গুরুত্তের সহিত প্রচারের দাবি করে। জাতিসংঘ মহাসচিব উথান্ত এর কাছে ত্রিপুরা বাসীর পক্ষে একটি জরুরী তারবার্তা প্রেরন করে অবিলম্বে পূর্ব পাকিস্তানে গনহত্যা বন্ধের আবেদন জানানো হয়।