You dont have javascript enabled! Please enable it! 1971.03.28 | ত্রিপুরায় আওয়ামী লীগ নেতাদের আগমন শুরু - সংগ্রামের নোটবুক

২৮ মার্চ ১৯৭১ঃ ত্রিপুরায় আওয়ামী লীগ নেতাদের আগমন শুরু

গতকাল ত্রিপুরা পৌঁছেছেন জহুর আহমেদ চৌধুরী, আব্দুল্লাহ আল হারুন, এম আর সিদ্দিকি, ইঞ্জিনিয়ার মোসাররফ হোসেন, মীর্জা আবুল মনসুর। এম আর সিদ্দিকি আসেন লুঙ্গী পড়েই। পুলিশের আইজি ডিজে কালিয়া সংবাদ পেয়ে তাদের পুলিশ লাইনে নিয়ে আসেন। ২৮ তারিখ তাদের নিয়ে মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহ এর সাথে সাক্ষাতের ব্যবস্থা করেন। পরে পুলিশের ডাক বাংলোতে নেতাদের থাকার ব্যবস্থা করা হয়। মুখ্যমন্ত্রী এদিন সীমান্ত খোলা রাখার ব্যাপারে বিএসএফ এর উপর নির্দেশ জারী করে।