You dont have javascript enabled! Please enable it!

এবারে স্বাধীন বাংলাদেশের দ্রুত পুনর্গঠনের সংগ্রাম
মুস্তাক আহমেদ

যুদ্ধ বিধ্বস্ত দেশকে দ্রুত পুনর্গঠনের সংগ্রাম এবার আমাদের আরম্ভ হবে। এবার আরম্ভ হবে গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা এবং সমাজতন্ত্রের আদর্শকে রূপায়নের সংগ্রাম। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব খন্দকার মুস্ত কি [মােশতাক আহমেদ ১৬ই ডিসেম্বর একথা ঘােষণা করেন। তিনি বলেন, দমন ও পীড়নের দিন শেষ হয়েছে। সাড়ে সাত কোটি মানুষ ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে বহু আকাঙ্খিত স্বাধীনতা অর্জন করেছে। নতুন আদর্শে দেশ গঠনের জন্য এবং জীবনের মূল্যবােধ প্রতিষ্ঠার জন্য আরাে বড় ও মহান ত্যাগের জন্য সকলকে প্রস্তুত হতে হবে। আজ আর ব্যক্তিতন্ত্র বা ব্যক্তিগত স্বার্থান্বেষী মনােভাবকে পুষ্ট করার অবকাশ নেই। সেই সব কিছুকে বিসর্জন দিতে হবে। রক্তস্নাত বাংলাদেশের মাটিকে স্নেহরসে সিঞ্চন করে আবার সুজলা, সুফলা, শস্যশ্যামলা করে তুলতে হবে।

সূত্র: পশ্চিমবঙ্গ : ১৭ ডিসেম্বর ১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!