বােমা-বিধ্বস্ত গির্জার ছবি তােলার অপরাধে
ইউপিআই
ঢাকার মারকিন কুটনৈতিক অফিসের একজন অফিসার তিনজন ব্রিটিশকে প্রাণে বাঁচিয়েছেন। গত সােমবার সামরিক হত্যালীলার চরম সময়ে ওই তিনজন ব্রিটিশকে পশ্চিম পাকিস্তানী সৈন্যরা দাঁড় করিয়ে গুলি করতে যাচ্ছিল। অপরাধ ও’রা পুরনাে ঢাকা শহরে বােমা-বিধ্বস্ত সেন্ট টমাস গির্জার ছবি তুলেছিলেন। ঢাকার একজন প্রাক্তন ব্রিটিশ বাসিন্দা এই খবরট দিয়েছেন।
তিনি বলেন, ওই তিনজনকে দেওয়ালের গায়ে দাঁড় করানাে হয়। গুলি করার কয়েক মুহূর্ত আগে ওই মারকিন অফিসার সেখানে হাজির হন। ওই তিনজন ব্রিটিশকে গ্রেফতারের খবরটি কয়েকজন প্রত্যক্ষদর্শী মারকিন বাণিজ্য দূতকে জানিয়ে দিয়েছিলেন।
ওই মারকিন অফিসার ছুটে ঢাকার ক্যান্টনমেন্টে যান। গুলি ছোড়ার জন্য সৈন্যরা তখন রাইফেলের নিশানা ঠিক করছিল। ওই সময় মারকিন অফিসারটি গিয়ে পড়েন। অনেক তর্কাতর্কির পর তিনি ওই তিনজনকে মুক্ত করতে সমর্থ হন। শর্ত: তখনি ওই তিনজনকে পূর্ব পাকিস্তান ছেড়ে যেতে হবে। ওই তিনজনের একজনের নাম চারলস হাউই। অন্য দু’জন ব্রিটিশ স্বেচ্ছাসেবী বাহিনীর সদস্য। ওরা উন্নয়নমূলক কাজে নিযুক্ত ছিলেন। প্রতিশােধের ভয়ে ঢাকার ওই প্রাক্তন ব্রিটিশ বাসিন্দা কোথায় আছেন এবং তাঁর নাম প্রকাশ করতে বারণ করেছেন।
আনন্দ বাজার : (নির্দিষ্ট তারিখ পাওয়া যায়নি)
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ- খন্ড ১৯