You dont have javascript enabled! Please enable it!

শিলাইদহের কুঠিবড়ি ভেঙে চুরমার
সুদেব রায় চৌধুরী

কুষ্টিয়া ১২ এপ্রিল- গতকাল রাতে পাকিস্তানের সেনাবাহিনী শিলাইদহে রবীন্দ্রনাথের বাড়িটি ভেঙে চুরমার করে দিয়েছে বলে সীমান্তের ওপার থেকে খবর এসেছে।
পশ্চিম পাকিস্তানী সৈন্যরা পদ্ম পেরিয়ে পাবনা থেকে কুষ্টিয়া জেলায় কুমারখালির দিকে যাওয়ার সময় এই বাড়ির ওপর চড়াও হয়। পাক ফৌজ গােয়ালন্দের ওপরও আক্রমণ চালায়।
পাক ফৌজ বিমান থেকে বােমা ও গােলাবর্ষণের আড়াল সৃষ্টি করে পদ্মা পেরিয়ে ঢাকা জেলার আরিচাঘাট থেকে আক্রমণ চালাবার চেষ্টা করলে বাংলাদেশের মুক্তিফৌজ সাফল্যের সঙ্গে বাধা দেয়।

সূত্র: আনন্দ বাজার : ১৩.৪.১৯৭১