২৭ মার্চ ১৯৭১ঃ শেখ মুজিবের সমর্থনে দিল্লীতে বিক্ষোভ
দিল্লীতে জেলা কংগ্রেস স্বাধীন বাংলাদেশের সমর্থনে দিল্লিস্থ পাক হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ মিছিল বের করে। তারা পূর্ব পাকিস্তানের জনগনকে সমর্থন দানের জন্য ভারতের জনগণকে আহবান জানান। একইরুপ বিক্ষোভ কলকাতা ও আগরতলাতেও হয়েছে। ভারতের সংসদের উভয় কক্ষই পূর্ব পাকিস্তানের ঘটনাবলীর উপর নজর রাখছে। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী লোকসভায় বলেছেন তার সরকার পূর্ব পাকিস্তান পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছেন। এর আগে লোকসভার স্পীকার রেডিও পাকিস্তান থেকে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার সংক্রান্ত একটি রিপোর্ট পরে শুনান। এ সময় এমপি গন শেম শেম বলে চীৎকার করেন।