২৭ মার্চ ১৯৭১ঃ পাকিস্তান সেনাবাহিনীতে বাঙ্গালী অফিসারদের বিদ্রোহ
চট্টগ্রামে ইবিআরসির ২য় প্রধান লেঃ কঃ এম আর চৌধুরী গতকালের হামলায় নিহত হয়েছেন। ৮ বেঙ্গলের ২য় প্রধান মেজর জিয়াউর রহমান এবং ইপিআর এর ক্যাপ্টেন রফিক, হারুন আহমেদ, ইবিআরসির ক্যাপ্টেন এনাম বিদ্রোহ করে পাক সেনা অবস্থান ত্যাগ করেছেন। গতকাল রাতে মেজর জিয়ার ৮ বেঙ্গলের একটি দল বিদ্রোহ করে। সেখানে ৮ ইবির সিও লেঃ কর্নেল রশিদ জানজুয়াকে হত্যা করে বাঙ্গালী বিদ্রোহীরা। এ গ্রুপে ক্যাপ্টেন অলি আহমেদও আছেন। চট্টগ্রামে ইপিআর এর বাঙ্গালী ইউনিট কুমিল্লা থেকে আগত পাকিস্তানী বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত আছেন। এখানে একজন লেঃ কঃ শাহপুর নিহত হয়েছেন। কুমিল্লায় বাঙ্গালী অফিসারদের উপর হামলায় বহু হতাহত হয়েছেন এদের মধ্যে লেঃ কঃ পদমর্যাদায় ২ জন অফিসারও আছেন। ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থানরত ৪ বেঙ্গলের সকল অফিসার সাফায়েত জামিলের অধিনায়কত্তে বিদ্রোহ করেছেন। এখানে ৩ জন পাক অফিসারকে আটক করা হয়েছে। টাঙ্গাইলে অগ্রসরমান বিদ্রোহী ২ বেঙ্গল মেজর শফিউল্লাহর অধিনায়কত্তে একজন পাকিস্তানী মেজর হত্যা করে ময়মনসিংহ অভিমুখে আছেন। রংপুর সৈয়দপুরে ৩ বেঙ্গলের ক্যাপ্টেন আনোয়ারের দল বিদ্রোহ করে নিরাপদে অবস্থান নিয়েছে। রংপুরে ইপিআর এর ক্যাপ্টেন নওয়াজেশ বিদ্রোহ করে পাকিস্তান সেনাবাহিনীর মোকাবেলায় প্রস্তুত হচ্ছ। রাজশাহীতে ইপিআর এর মেজর নাজমুল, ক্যাপ্টেন গিয়াস বিদ্রোহ করেছেন। চুয়াডাঙ্গায় ইপিআর এর মেজর ওসমান এবং যশোরের ১ বেঙ্গলের ক্যাপ্টেন হাফিজ বিদ্রোহ করে শহরের বাহিরে অবস্থান করছেন।