You dont have javascript enabled! Please enable it!

ভারতীয় দলে প্রথম বাঙালি ক্রিকেটার
এবং পাকিস্তান দলের খেলোয়াড়ের
ব্যাটে ‘জয় বাংলা’ স্টিকার !
+++++++++++++++++++

উইকেটকিপার প্রবীর সেন ভারতীয় দলে প্রথম বাঙালি ক্রিকেটার । জন্ম বাংলাদেশের কুমিল্লায়। ভারতের হয়ে ১৪টি টেস্ট খেলে ২০টি ক্যাচ ও ১১টি স্ট্যাম্প করেছেন।‌ এর মধ্যে উল্লেখযোগ্য প্রবীর সেন-এর স্যাম্পিংয়ের শিকার হয়ে প্যাভিলনে ফিরে গেছেন ডন ব্র্যাডম্যান। ভারতীয় ক্রিকেট দলের প্রথম বাঙালি খেলোয়াড় প্রবীর সেন মধ্য বয়সে থাকতেন দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী অঞ্চলে খানপুর স্কুলের পাশে একটি দোতলা বাড়িতে। একদা তাঁর বাড়ির গেটের কাছ বিষণ্ন মনে দাঁড়িয়ে থাকা‌ এক শিশুকে কাছে ডেকে, তার হাত থেকে সরস্বতী পূজার বিল বই নিয়ে তাতে নিজের নাম P. Sen লিখে চাঁদা দিয়েছিলেন । তবে সে কাহানি এখন নয়। যোগ্যতা সত্ত্বেও পাকিস্তান ক্রিকেট দলে বাঙালির স্থান হতো না বাঙালি হওয়ার কারণে। শুধু ক্রিকেট নয়, পাকিস্তানের সমস্ত কিছুই নিয়ন্ত্রিত ও পরিচালিত হতো পশ্চিম পাকিস্তানের স্বার্থে ও লক্ষ্যে । সব অর্থে পূর্ব বাংলা ছিল পশ্চিম পাকিস্তানের শোষণ-বঞ্চনার এক মৃগয়া ক্ষেত মাত্র । ১৯৬৯-এর গণ-অভ্যুত্থানে আইয়ুব স্বৈরশাসনের অবসানের পর, ১৯৭০-এর ডিসেম্বরে অনুষ্ঠিত পাকিস্তান পার্লামেন্ট নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামি লিগ। ১৯৭১-এর ৩ মার্চ ডাকা হয়েছে পাকিস্তান সংসদের প্রথম অধিবেশন। এই রাজনৈতিক পটভূমিতে ঢাকা স্টেডিয়ামে ২৬ ফেব্রুয়ারি (১৯৭১) অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক একাদশ বনাম পাকিস্তান দলের স্টেট ম্যাচ । ওই খেলার জন্য ডাক পেয়েছিলেন বাঙালি ক্রিকেটার রকিবুল হাসান। তবে খেলায় পাকিস্তান ক্রিকেটারদের যে ব্যাট দেওয়া হয়েছিল, তাতে লাগানো ছিল আইয়ুব খানের নির্বাচনী প্রতীক ‘তলোয়ার’।

এতে বাঙালি রকিবুল হাসানের মাথায় রক্ত উঠে যায়। বিষয়টি নিয়ে পরামর্শ করেন বন্ধু শেখ কামালের সঙ্গে। ২৬ ফেব্রুয়ারি (১৯৭১) পাকিস্তান দলের হয়ে মাঠে নামেন রকিবুল হাসান। কিন্তু তাঁর ব্যাটে তলোয়ার এর পরিবর্তে লাগানো ছিল ‘জয় বাংলা’ স্টিকার । একজন ফটোগ্রাফাররের চোখে প্রথম তা ধরা পড়ে, তিনি ছবি তুলতে দৌড়ে যান। মুহূর্তে সেই সংবাদ ছড়িয়ে পড়ে স্টেডিয়ামে। এবং আকাশ-বাতাস কাঁপিয়ে স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার দর্শকের মধ্যে থেকে স্লোগান উঠে ‘জয় বাংলা, জয় বাংলা’ । সেদিন পাকিস্তান দলের হয়ে ‘জয় বাংলা’ স্টিকার লাগানো ব্যাট হাতে খেলতে নেমে দুনিয়াকে চমকে দিয়েছিলেন রকিবুল হাসান। ১ মার্চ (১৯৭১) প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আচমকা এক বেতার ভাষণে ৩ মার্চের আসন্ন পার্লামেন্ট অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন। ওই ঘোষণার সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ হয়ে ওঠে ঢাকাসহ গোটা পূর্ব বাংলা। মাঠ ছেড়ে বেরিয়ে আসেন দর্শকরা । পরিত্যক্ত হয় খেলা। পশ্চিম পাকিস্তানের খেলোয়াড় জহির আব্বাস পশ্চিম পাকিস্তান ফিরে যাওয়ার আগে রকিবুল হাসানকে বলেছিলেন, “করাচিতে দেখা হবে আবার”। উত্তরে রকিবুল হাসান বলেছিলেন, “অবশ্যই … তবে আমার সঙ্গে তখন থাকবে নতুন পাসপোর্ট”। উচ্চারিত কথার মর্যাদা দিয়ে নয় মাস যুদ্ধ করে নিজস্ব পতাকা হাতে ঘরে ফিরেছিলেন রকিবুল হাসানরা । আর এক বাঙালি ক্রিকেটার আবদুল হালিম চৌধুরী জুয়েল, তিনি ব্যাট ছেড়ে হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন, বাংলাদেশ দলের হয়ে ব্যাট হাতে ওপেনিং করার স্বপ্নকে বুকে নিয়ে। দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর বুলেটে তাঁর হাতের আঙ্গুল ঝাঁজরা হয়ে যাওয়ার পর, ডাক্তারকে অনুরোধ করেছিলেন, তাঁর হাতের আঙ্গুলগুলো যেন বাদ দেওয়া না হয়। কারণ স্বাধীনতা প্রাপ্তির পর বাংলাদেশ দলের হয়ে ব্যাট হাতে তিনি মাঠে নামবেন । এই স্বপ্নকে বুকে নিয়েই তিনি চলে গিয়েছিলেন না ফেরার দেশে। এই সূত্রে মনে পড়ে বাংলাদেশের স্বাধীনতা প্রাপ্তির রজতজয়ন্তী উপলক্ষে, ১৮ জানুয়ারি ১৯৯৮-এ ঢাকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘রজতজয়ন্তী কাপ’-এর ভারত বনাম পাকিস্তান দলের ফাইনাল খেলার স্মৃতি। খেলা শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা সেদিনের সেরা খেলোয়াড সৌরভ গাঙ্গুলীকে বাংলায় বলার অনুরোধ জানাবার পরও, এপার বাংলার ‘আইকন’ সৌরভ গাঙ্গুলী প্রধানমন্ত্রীর অনুরোধ উপেক্ষা করে বলেছিলেন ইংরেজিতে ! আজ অবশ্য তাঁর ফুটবল দলের বিজ্ঞাপনে বাণিজ্যিক স্বার্থে তাঁর কন্ঠে ‘বাঙালি জাগো’, ‘বাঙালি গর্জে ওঠো’ ইত্যাদি শোনা যায়!
——————————-
নিচে :
১) ‌ ২৬ ফেব্রুয়ারি ১৯৭১-এ ঢাকায় অনুষ্ঠিত পাকিস্তান
বনাম আন্তর্জাতিক একাদশের খেলায় রকিবুল হাসান
মাঠে নামেন ‘জয় বাংলা’ স্টিকার লাগানো ব্যাট হাতে।

২) ২৬ মার্চ (২০১৯) স্বাধীনতা দিবস উপলক্ষে রকিবুল হাসান
‘৭১’ টি ভি-র এক আলোচনায় সেই সময়ের ঘটনা
বর্ণনায় … *

* দেওয়ান মাবুদ আহমেদ-এর তথ্য সূত্রে

https://web.facebook.com/profile.php?id=100007783878282&sk=timeline

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!