২৬ মার্চ ১৯৭১ঃ টার্গেট কিলিং এ ভুল হিসাব
অপারেশন সার্চ লাইটের লিখিত প্লানে বুদ্ধিজীবী তালিকা না থাকলেও মৌখিক প্লানে তা ছিল। পাকিস্তানের আনুগত্য গ্রহণকারী একজন শীর্ষ বুদ্ধিজীবী ছিলেন শীর্ষ রাজাকার ডঃ হাসান জামান। পাকিস্তানী সেনাবাহিনী তার ভাইকেও ভুলে রেহাই দেয়নি। পাকিস্তানী বাহিনী তার ভাই অধ্যাপক ডঃ মনিরুজ্জামান তার পুত্র এবং বাসায় অবস্থানকারী ভাগ্নেকেও যাচাই বাছাই করার সময় না দিয়েই গুলি করে হত্যা করে।