২৬ মার্চ ১৯৭১ঃ জুলফিকার আলী ভুট্টোর ঢাকা ত্যাগ
খুব সকালেই ভুট্টো ঘুম থেকে উঠে পশ্চিম পাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগের প্রস্তুতি নেন। জানালা দিয়ে গত রাতের ধ্বংসলীলা দেখেন। জানালার পর্দা সরালেই চোখে পরে পিপল অফিসের ধ্বংস স্তুপ। সকালেই তাকে নিতে আসেন ব্রিগেডিয়ার আরবাব। সামরিক বাহিনীর লোকজন তাকে গাড়ীতে তুলে নিয়ে বিমান বন্দরের দিকে ছুটে যায়। ব্রিগেডিয়ার আরবাবকে ভুট্টো খুশীতে পাকিস্তানী বাহিনীর প্রশংশা করে বলেন আল্লাহ পাকিস্তানকে রক্ষা করেছে। করাচী বিমানবন্দরেও সাংবাদিকদের তিনি একথা বলেন পত্রিকায় অবশ্য পরে তা প্রকাশ হয়েছে। ১৯৭৪ সালের জুনে বাংলাদেশ সফরকালে বাংলাদেশের সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভুট্টো এই উক্তি করার বিষয় অস্বীকার করেন।