You dont have javascript enabled! Please enable it!

২৫-২৬ মার্চ ১৯৭১ঃ অপারেশন সার্চ লাইট – চট্টগ্রাম

২০ বালুচ মাইনাস, ৩১ পাঞ্জাবের সিলেট অংশ বাদে, কুমিল্লা থেকে ব্রিগেডিয়ার ইকবাল শফির একটি বাহিনী ( ট্যাঁকটিকেল সদর ও কমুনিকেশন) ২৪ এফ এফ, ভারী মর্টারের একটি ইউনিট, ফিল্ড ইঞ্জিনিয়ার্স এর এক কোম্পানি।
ইকবাল শফি চট্টগ্রাম না পৌঁছানো পর্যন্ত ইবিআরসি এর কর্নেল শায়গ্রি লেঃ কর্নেল রশিদ জানজুয়ার সাথে পরামর্শ ক্রমে কমান্ড করবেন।
দায়িত্বঃ ১) ইবিআরসি, ইপিআর, ৮ বেঙ্গল, রিজার্ভ পুলিশ নিস্ক্রিয়করন। যদি তারা মনে করেন নিরস্র ছাড়া তাদের নিয়ন্ত্রণ রাখা সম্ভব তবে তারা নিরস্র না করে তাদের শহরে আসার প্রবেশ পথে রোড ব্লকে বসিয়ে রাখতে হবে। তবে খেয়াল রাখতে হবে ইবিআরসি ৮ বেঙ্গল বিদ্রোহ করলে তারা যেন আটকা না পড়ে।
২) কেন্দ্রীয় পুলিশের ২০০০০ অস্র বাজেয়াপ্ত করন।
৩) বেতার ও টেলিফোন কেন্দ্র নিয়ন্ত্রনে রাখা
৪) ব্রিঃ মজুমদারকে আমরা নিয়ে নিচ্ছি, লেঃ কঃ মজুমদার চৌধুরীকে গ্রেফতার করতে হবে।
৫) উপরের কাজ শেষে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দকে গ্রেফতার করতে হবে।
৬) ডি আওয়ার রাত ১ টা
ছবিঃ ব্রিগেডিয়ার ইকবাল শফি

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!