You dont have javascript enabled! Please enable it!

২৬ মার্চ ১৯৭১ঃ কলকাতার পথে তাজউদ্দিন

সকাল হলো। এই বাড়ির ভেতর থেকে লালমাটিয়ার পানির ট্যাঙ্ক দেখা যায়। সেনাবাহিনীর একটি দল এগিয়ে গেল পানির ট্যাঙ্কের কাছে। দারোয়ানকে ধরে এনে পানি সরবরাহ শুরু করবার জন্য বেদম পেটাতে লাগল। তারপর দারোয়ানের কাছ থেকে চাবি নিয়ে পানি সরবরাহ শুরু করল। সারাদিন শোনা গেল প্রচণ্ড গোলাগুলির শব্দ। চারদিকে অবাঙালি বসতি থাকায় গফুর সাহেবের বাড়ি আর নিরাপদ মনে হলো না।