২৬ মার্চ ১৯৭১ঃ শেখ মুজিবের গ্রেফতার পরবর্তী ২৪ ঘণ্টা
মুজিবকে গ্রেফতারের দলটি তাদের কনভয়ের মাঝের ট্রাকে মুজিবকে বসিয়ে ক্যান্টনমেন্টের পথ ধরলো জহিরের দল। এ সময় মেজর জহিরের মনে হল বন্দী মুজিবকে নিয়ে কোথায় রিপোর্ট করতে হবে তা তাদের জানানো হয়নি। তাই সংসদ ভবনে প্রধান সামরিক আইন প্রশাসকের কার্যালয়ে মুজিবকে আটকে রেখে পরবর্তী নির্দেশনা জানতে ক্যান্টনমেন্ট রওয়ানা হন। মেজর জহির লে. জেনারেল টিক্কা খানের সদর দপ্তরে চীফ অব স্টাফ ব্রিগেডিয়ার জিলানীর সঙ্গে দেখা করে তাকে জানালেন মুজিবকে গ্রেপ্তারের কথা। জিলানী তাকে টিক্কার কামরায় নিয়ে গেলেন এবং বললেন গ্রেফতারের বিষয়ে রিপোর্ট করতে। সেখানে সিদ্ধান্ত হয় আগরতলা ষড়যন্ত্র মামলায় যে কক্ষটিতে ছিলেন, সেখানেই রাখা হবে মুজিবকে। এরপর ১৪ ডিভিশন অফিসার্স মেসে স্থানান্তরিত হলেন তিনি। একটি সিঙ্গল বেডরুমে তাকে রেখে বাইরে প্রহরার ব্যবস্থা করা হলো। পরদিন মেজর জেনারেল মিঠা শেখ মুজিবকে কোথায় আটকে রাখা হয়েছে জানতে চাইলেন। অফিসার মেসে নিরাপদ নয় তাই তার পরামর্শে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের চারতলায় মুজিবকে সরিয়ে নেওয়া হলো।