২৫ মার্চ ১৯৭১ঃ সেনাবাহিনী শহরে ঢুকে পড়েছে- পত্রিকা ভাষ্য দৈনিক পাকিস্তান
রাত ১০ টা থেকে সেনাবাহিনী শহরের বিভিন্ন স্থানে ঢুকে পড়েছে। তারা প্রধান সড়ক গুলোতে টহল দিচ্ছে। বিক্ষুব্দ নাগরিকরা বিভিন্ন রাস্তায় ব্যারিকেড দিচ্ছে। ধান মণ্ডি ৩২ নং সড়ক অভিমুখী প্রায় সকল রাস্তায় ব্যারিকেড দেয়া হয়েছে। সেনাবাহিনীও ব্যারিকেড সরিয়ে চলাচল করছে। ইতিমধ্যে রাজারবাগ ও আজিমপুরের দিক থেকে গুলিবর্ষণের আওয়াজ পাওয়া যাচ্ছে। কিছু কিছু এলাকায় আক্রমনের খবরও পাওয়া যাচ্ছে। রাত তিনটার দিকে এ প্রতিবেদন লেখার সময়েও থামেনি। টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বিস্তারিত সংবাদ পাওয়া যাচ্ছেনা। সেনাবাহিনী হোটেল ইন্টারকন্টিনেন্টাল সিল করে দিয়েছে। তারা হোটেলে প্রবেশ এবং বাহির সম্পূর্ণ রূপে বন্ধ করে দিয়েছে। প্রেসিডেন্ট ইয়াহিয়া সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে প্রেসিডেন্ট ভবন ত্যাগ করে ক্যান্টনমেন্ট গিয়েছেন। বাঙ্গালী সেনাকর্মকর্তার ভাষ্য ২৪ তারিখ থেকেই ইপিআর এর বাঙালি সৈনিকদের নিরস্রকরন শুরু হয় ২৫ তারিখেই তা সমাপ্ত হয়। রাজারবাগ পুলিশ লাইনে নিরস্রিকরন সম্ভব হয়নি। বিদেশী সাংবাদিকের ভাষ্যঃ সাইমন ড্রিঙ (অসমাপ্ত) ইমেজে।