২৫ মার্চ ১৯৭১ঃ স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ
স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ এক বিবৃতিতে বলেছে সেনাবাহিনী সৈয়দপুর ও রংপুরে বাঙ্গালীদের ঘরে ঘরে অগ্নিসংযোগ করছে এবং নিরীহ নাগরিকদের নির্মম ভাবে হত্যা করছে। ঢাকার মিরপুরে অবাঙ্গালীদের সহযোগিতা দিয়ে বাঙ্গালীদের উপর অত্যাচার ও গৃহে অগ্নি সংযোগ করেই যাচ্ছে। চট্টগ্রামে অস্র বোঝাই জাহাজ সোয়াতের অস্র খালাসে বাধা দিলে জনতার উপর সেনাবাহিনী গুলি করে বহু লোক হতাহত করেছে তা সত্ত্বেও জনতা খালাসে বাধা দিয়ে যাচ্ছে। বীর জনতা গুলিবর্ষণ সত্ত্বেও পিছপা না হয়ে আঘাতের পরিবর্তে আঘাত এবং খণ্ড যুদ্ধে লিপ্ত রয়েছে। এমন পরিস্থিতিতে শেখ মুজিবের ২৭ তারিখ হরতালের প্রতি সমর্থন ঘোষণা করে জনগণকে সর্বত্র সেনাবাহিনীকে মোকাবেলার আহবান জানানো হয়।