২৫ মার্চ ১৯৭১ঃ মওলানা ভাসানী
মওলানা ভাসানী অসুস্থতার কথা বলে পল্টন সমাবেশে না থাকার ঘোষণা দেয়া সত্ত্বেও বৃহস্পতিবার তিনি ঢাকা এসে পৌছেন। ঢাকায় তিনি এক বিবৃতিতে বলেন বাংলার সাত কোটি মানুষকে সংগ্রামে বিজয়ী না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। তিনি সামন্তবাদ, সাম্রাজ্যবাদ, পুজিবাদ খতম করে স্বাধীন পূর্ব বাংলার বুকে কৃষক শ্রমিক রাজ প্রতিষ্ঠার দৃঢ় সংকল্প ঘোষণা করেন। তিনি বলেন বাংলার সার্বিক মুক্তির জন্য জনগন রক্ত দেয়ার জন্য প্রস্তুত। তিনি হিন্দু মুসলমান বাঙ্গালী অবাঙ্গালী সকলের প্রতি ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন চালানোর আহ্বান জানান। তিনি শান্তি ও আইন শৃঙ্খলা রক্ষার জন্য সকল ইউনিয়নে সংগ্রাম পরিষদ গরে তোলার আহবান জানান।