২৫ মার্চ ১৯৭১ঃ অপারেশন সার্চলাইট – পাকিস্তান সেনাবাহিনী ফরমেশন
অপারেশন সার্চলাইট অনুমোদন হয় ২২ ফেব্রুয়ারী ১৯৭১। ঐ সময় পূর্ব পাকিস্তানে ১ ডিভিশন সৈন্য মোতায়েন ছিল। ১৪ ডিভিশন। সার্চ লাইট পরিকল্পনা অনুযায়ী আরও ২ ডিভিশন সৈন্য মোতায়েনের সুপারিশ করা হয়। পরে কোয়েটা থেকে ১৬ (৩৪,২০৫ ব্রিগেড) খারিয়ান থেকে ৯ ডিভিশন (২৭,১১৭,৩১৩ ব্রিগেড) মোট ১৬ টি ব্যাটেলিয়ন কে ঢাকায় পাঠানো হয়। এর বাইরে ২ টি মর্টার ব্যাটারি ২ টি এপকাফ(ইপিআর) ২টি রেঞ্জারস ১টি টকি, ১টি থল স্কাউট ব্যাটেলিয়ন পাঠানো হয়।
২৫ তারিখ রাতে মোতায়েনকৃত ব্যাটেলিয়ন
১৩ এফএফ রিজার্ভ ঢাকা ক্যান্ট
৪৩ আকআক তেজগাও এয়ারপোর্ট
২২ বালুচ ইপিআর ঢাকা বিশ্ববিদ্যালয়
৩২ পাঞ্জাব রাজারবাগ
১৮ পাঞ্জাব পুরাতন ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়
৩১ ফিল্ড রেজিমেন্ট মিরপুর, মোহাম্মদপুর, শেরেবাংলানগর
৩ কম্যান্ডো ধানমণ্ডি ৩২ নং বাড়ি
৫৩ ব্রিগেড কুমিল্লা চট্টগ্রাম
ইবিআরসি লেঃ কর্নেল শায়গ্রি (শিঘ্রি) চট্টগ্রাম
৮ ইবিআর লে কর্নেল রশিদ জানজুয়া ২৬ মার্চ নিহত চট্টগ্রাম
২০ বালুচ সিও লেঃ কর্নেল ফাতেমি চট্টগ্রাম
২৪ এফএফ সিও লেঃ কর্নেল শাহপুর ২৬-২৭ মার্চ নিহত চট্টগ্রাম
২ এসএসজি লেঃ কর্নেল সুলাইমান চট্টগ্রাম ১৬ ডিসেম্বর বার্মা পলায়ন
ইপিআর সেক্টর ৬ সদর লেঃ কর্নেল আজিজ শেখ চট্টগ্রাম
ইপিআর ১১ মেজর মোহাম্মদ ইকবাল চট্টগ্রাম
ইপিআর ১১ মেজর শামসুদ্দিন (বাঙালি) চট্টগ্রাম
ইপিআর ১১ মেজর পিয়ার মোহাম্মদ চট্টগ্রাম
৫৩ ফিলড রেজিমেন্ট লেঃ কর্নেল ইয়াকুব মালিক কুমিল্লা
৩ এসএসজি লেঃ কর্নেল জেড এ খান কুমিল্লা
৮৮ ও ১১৭ মর্টার ব্যাটারি কুমিল্লা
ব্রিগেড সিগন্যাল কোম্পানি মেজর বাহার (বিপক্ষে বাঙালি) কুমিল্লা
৪০ ফিল্ড এম্বুলেন্সে কুমিল্লা লেঃ কর্নেল জাহাঙ্গির বাঙালি নিহত
৩১ পাঞ্জাব সিলেট
ইপিআর সেক্টর ২ সিও লেঃ কর্নেল সেকেন্দার খান সিলেট
ইপিআর ৩ মেজর জাভেদ বরকাত চৌধুরী সিলেট
ইপিআর ১২ শওকত হায়াত খান সিলেট
১০৭ ব্রিগেড সদর ব্রিগ দূররানী যশোর পরে বদলী
২৬ বালুচ যশোর
২৭ বালুচ যশোর
২২ এফএফ যশোর
৫৫ ফিল্ড আর্টিলারি যশোর
২৪ ফিল্ড আর্টিলারি যশোর
ইপিআর সেক্টর লেঃ কর্নেল আসলাম যশোর
৭ ফিল্ড এম্বুলেন্স লেঃ কর্নেল হাই (বাঙালি) নিহত যশোর
২২ এফএফ লেঃ কর্নেল শামস খুলনা
ইপিআর ৫ খুলনা
২৭ বালুচ কোম্পানি কুষ্টিয়া
২৫ পাঞ্জাব লেঃ কর্নেল সাফাকাত বালুচ রাজশাহী ( মার্চেই তার ভুলে ঈশ্বরদী পাবনায় ১২০ জন পাকিস্তানী সেনা নিহত)
ইপিআর সেক্টর ও উইং ৬,৭ রাজশাহী
২৫ পাঞ্জাব কোম্পানি মেজর আসলাম নিহত, ক্যাপ্টেন আসগর নিহত, লেঃ রশিদ পাবনা
২৩ ফিল্ড আর্টিলারি কোম্পানি বগুড়া
২৩ ব্রিগেড সদর ব্রিগঃ আব্দুল্লাহ মালিক খান রংপুর
২৩ ফিল্ড আর্টিলারি সিও লেঃ কর্নেল সফি রংপুর
২৬ এফএফ সিও লেঃ কর্নেল হাকিম আরশাদ কোরেশী রংপুর (পরে বই লিখেছেন)
১০ ফিল্ড এম্বুলেন্স লেঃ কর্নেল মাসুদ রংপুর
ইপিআর ১০ মেজর কাজমি রংপুর
২৯ কেভেলরি লেঃ কর্নেল সগির হোসেন সাইদ, রংপুর দিনাজপুর
২৬ এফএফ কোম্পানি দিনাজপুর
ইপিআর ৫ লেঃ কর্নেল তারেক আর কোরেশী দিনাজপুর
ইপিআর ৮ মেজর আমিন তারেক দিনাজপুর
ইপিআর ৯ মেজর সারওয়ার মোহাম্মদ হোসাইন দিনাজপুর
৪৮ পাঞ্জাব সৈয়দপুর লালমনিরহাট
৪ এফএফ সৈয়দপুর লালমনিরহাট