২৪ মার্চ ১৯৭১ঃ অসহযোগ আন্দোলনের ২৩ তম দিবস
মিরপুরে অবাঙ্গালী অধ্যুষিত এলাকায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে হাঙ্গামা এবং বাঙ্গালীদের উপর গুপ্ত আক্রমন করা হয়েছে। সৈয়দপুরে সেনাবাহিনীর এলোপাথাড়ি গুলিবর্ষণে ১৫ জন নিহত শতাধিক আহত হয়েছে। হাবিব ব্যাঙ্ক ইলেকট্রিক ক্যাশিয়ার পরিষদ, ঢাকা নিউজপেপার হকার ইউনিয়ন, টি এন্ড টি কর্মচারী সংগ্রাম পরিষদ, লেখক সংগ্রাম শিবির রাজধানীর বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মিছিল করে। রায়ের বাজার থেকে আওয়ামী লীগের মহিলা শাখার বিশালএকটি মিছিল শেখ মুজিবের ধানমণ্ডির বাসভবনে আসে তাদের উদ্দেশে শেখ মুজিব বক্তব্য প্রদান করেন। শেখ মুজিবের বাসভবনের দোতালায় মাইক স্থাপন করা হয়েছে। আগতদের উদ্দেশে শেখ মুজিব দোতালা ব্যালকনি থেকে বক্তব্য প্রদান করছেন।