২৪ মার্চ ১৯৭১ঃ জুলফিকার আলী ভুট্টো
ঢাকায় অবস্থারত পিপিপি প্রধান জুলফিকার আলী ভুট্টো প্রেসিডেন্ট এর প্রিন্সিপাল স্টাফ অফিসার এসজিএম পীরজাদার সহিত বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে হোটেলে ফিরে তিনি সাংবাদিকদের বলেন শাসনতান্ত্রিক বিষয়ে তাদের আলোচনা অব্যাহত রয়েছে এবং আলোচনায় কিছুটা অগ্রগতি সাধিত হয়েছে বলে তিনি মনে করেন। তিনি বলেন প্রেসিডেন্ট এর উপদেষ্টাদের এবং পিপিপি এর শাসনতান্ত্রিক উপদেষ্টাদের মধ্যে আজও বৈঠক হবে। তিনি বলেন পূর্ব পাকিস্তানের পরিস্থিতি মর্মান্তিক এবং দুঃখজনক তাই তিনি সাংবাদিকদের এ বিষয়ে সহযোগিতা কামনা করেন। তিনি বলেন বাংলার মানুষ যারা শোষিত তাদের প্রতি তার যথেষ্ট ভালবাসা রয়েছে। তিনি সর্বদাই বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করেছেন। তিনি বলেন আমার জাতীয় দায়িত্ব ও রয়েছে। তিনি অখণ্ড পাকিস্তানের জন্য কাজ করে যাচ্ছেন।