You dont have javascript enabled! Please enable it!

২৪ মার্চ ১৯৭১ঃ সিনিয়র বাঙ্গালী সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার এম আর মজুমদারকে ঢাকায় এনে নজরবন্দী

পাকিস্তানী ঊর্ধ্বতন সেনাকর্মকর্তাদের একটি দল ( মেজর জেনারেল খাদিম হোসেন রাজা, মেজর জেনারেল এ ও মিঠা, ব্রিগেডিয়ার আনসারী, আনসারীকে সেখানে রাখার জন্য নিয়েছিল) চট্টগ্রাম যেয়ে প্রেসিডেন্ট এর সাথে আলোচনার নাম করে সিনিয়র বাঙ্গালী সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার এম আর মজুমদারকে ঢাকায় এনে কার্যত তাকে গৃহবন্দী করেছে। তিনি চট্টগ্রামে ইবিআরসি এর কমান্ডিং অফিসার ছিলেন।