২৩-২৪ মার্চ ১৯৭১ঃ সৈয়দপুরে সেনাবাহিনীর হত্যাযজ্ঞ
২৩ তারিখে বিহারীরা কতক বাঙ্গালীকে অপহরন করে আটক রাখলে রংপুরের সৈয়দপুরে রাতে বাঙ্গালীরা দলবদ্ধ হয়ে কতক সাদা পোশাক ধারী লোককে ঘেরাও করলে তারা বাঙ্গালীদের উপর গুলি চালায়। গুলিতে সেখানে ৩০ জন নিহত হয়। রংপুরের দিসি সেখানে পুলিশ এবং ইপি আর মোতায়েনের নির্দেশ দিলেও সেনাবাহিনী তা অগ্রাহ্য করে সেখানকার দায়িত্ব তারাই নেয়। সেনাবাহিনী সৈয়দপুর শহরের কর্তৃত্ব গ্রহণ করে কারফিউ জারি করে। অদ্য সেনাবাহিনীর লোক বাহিরে গেলে গ্রামবাসী তাদের ঘেরাও করে অস্র ছিনিয়ে নেয় এবং ৪ জনকে পিটিয়ে আহত করে। ৪ জন জওয়ানকে রংপুর সদর হাসপাতালে এ ভর্তি করা হয়েছে। সেনাবাহিনীর সম্ভাব্য হামলার আশংকায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রংপুর হাস্পাতালে সেনাবাহিনীর কিছু সদস্য আহতদের দেখতে গেলে এলাকাবাসী আবারো সেনা সদস্যদের ঘেরাও করে সেনাবাহিনী এখানেও গুলিবর্ষণ করলে কয়েকজন হতাহত হয়।