২৪ মার্চ ১৯৭১ঃ সোয়াত এর অস্র খালাসে বাধা
চট্টগ্রাম বন্দরের ১৭ নং জেটিতে অপেক্ষমান সোয়াত জাহাজ হতে গোলাবারুদ খালাসে সামরিক বাহিনীর লোকজন বন্দরে আসলে বন্দর শ্রমিকরা তাদের ঘেরাও করে রাখে। ৮ ট্রাক সামরিক সৈনিক অস্র সশ্র তাক করে জেটিতে অবস্থান করছে। জনতাও মোটামুটি নিরাপদ দুরত্তে তাদের পথ আটকিয়ে রেখেছে। খবর ছড়িয়ে পরার পর বন্দর হতে বায়েজিদ পর্যন্ত ৭ মাইল রাস্তা ব্যারিকেড দিয়েছে জনতা। যে সকল রাস্তায় ব্যারিকেড দেয়া হয়েছে তা হল এয়ারপোর্ট রোড, কায়েদে আজম রোড, মাদারবাড়ী রোড, পাঠান টুলী, দেওয়ান হাট, নিজাম রোড। রাস্তায় ট্রাক শোয়াইয়া, পিচের ড্রাম, ওয়াসার পাইপ, ইট, লোহালক্কড় দিয়ে ব্যারিকেড দেয়া হয়েছে। জাহাজটি ৫ মার্চ বন্দরে আসলেও অসহযোগ আন্দোলনের কারনে ১৮০ টন গোলাবারুদ খালাশ করতে পারেনি।