You dont have javascript enabled! Please enable it!

দৈনিক পয়গাম
২৪শে ফেব্রুয়ারি ১৯৬৯
মুজিবের সংগে নেতৃবৃন্দের আলোচনা
(ষ্টাফ রিপোর্টার)

শেখ মুজিবর রহমান গতকল্য (রবিবার) সকালে লাহোরে অবস্থানরত এয়ার মার্শাল আজগর খান, বেগম আজগর খান, বিচারপতি জনাব এস এম মুর্শেদ, সরদার শওকত হায়াত খান এবং মালিক গোলাম জিলানীর সহিত টেলিফোনে আলাপ করেন।
প্রাথমিক কর্মসূচী অনুযায়ী অদ্য (সোমবার) লাহোর গমনের পর শেখ মুজিব মালিক গোলাম জিলানীর সহিত তাঁহার গৃহে অবস্থান করিবেন। এবং উক্ত দিনই রাওয়ালপিণ্ডি যাত্রা করিবেন। অদ্য সকাল ১১টায় শেখ মুজিব ads ঢাকা ত্যাগ করিবেন।
গতকল্য বহু সংখ্যক বিশিষ্ট ব্যক্তি শেখ মুজিবরের সহিত তাঁহার গৃহে সাক্ষাৎ করেন। তাঁহাদের মধ্যে প্রখ্যাত বিপ্লবী নেতা মিঃ মনি সিংহ এবং পূর্ব পাকিস্তানের সাবেক উজিরে আলা জনাব আতাউর রহমান খানের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!