You dont have javascript enabled! Please enable it!

২৪ মার্চ ১৯৭১ঃ পশ্চিম পাকিস্তানী নেতাদের অকস্মাৎ ঢাকা ত্যাগ

কাউন্সিল মুসলিম লীগ নেতা মিয়া মমতাজ দৌলতানা, সরদার শওকত হায়াত খান, জমিয়তে উলামা ইসলাম এর সাধারন সম্পাদক মুফতি মাহমুদ, ওয়ালী ন্যাপ এর ওয়ালী খান, গাউস বক্স বেজেনজো, জমিয়তে উলামা পাকিস্তান এর সভাপতি শাহ আহমেদ নুরানি এবং সদ্য ঢাকা আসা কাইউম মুসলিম লীগের সভাপতি খান আব্দুল কাইউম খান অকস্মাৎ ঢাকা ত্যাগ করেছেন। এদের মধ্যে প্রেসিডেন্ট এর তলবে গতকাল ঢাকা পৌঁছেছিলেন কাইউম খান। তার সাথে ইয়াহিয়ার বা মুজিবের কোন আলোচনাই হয়নি। বিমানবন্দরে দৌলতানা বলেন সবকিছু ঠিক হয়ে যাবে নুরানি বলেছেন তিনি এখনও সংখ্যাগরিষ্ঠ দলের হাতে ক্ষমতা হস্তান্তরের পক্ষপাতি।
নোটঃ ঘটনাটি এমনভাবে ঘটেছে সাংবাদিকরা টেরই পায়নি। ফলে ছবিও পাওয়া যায়নি।