বঙ্গবন্ধু সরকারের অর্থনৈতিক নীতি সমূহ
১. স্বাধীন স্বনির্ভর অর্থনীতির ভিত্তি স্থাপন, সর্বক্ষেত্রে প্রবৃদ্ধি অর্জনের ব্যবস্থা।
২. দারিদ্রোর ভয়াবহরূপ থেকে জনগণের মুক্তির পথ তৈয়ারী, দারিদ্র্য বিমােচন কর্মসূচী গ্রহণ।
৩. অধিক উৎপাদন, উন্নততর ও বৈষম্যহীন বন্টন প্রথা চালুর কার্যকর ব্যবস্থা।
৪. কর্মসংস্থান বৃদ্ধির উন্নয়ন।
৫. সমাজের অনগ্রসর জনগােষ্ঠীকে রাষ্ট্র প্রত্যক্ষ বা পরােক্ষভাবে সাহায্যদান করে এদের
ন্যূনতম কর্মক্ষম পর্যায়ে উন্নীত করা।
৬. দেশের সকল অঞ্চলের সুষম উন্নয়ন।
৭. পরিকল্পিত উন্নয়নধারা।
৮. মুলধন গঠনের পরিবেশ সৃষ্টি।
৯. শ্রম ও মুলধন প্রগাঢ় উৎপাদন পদ্ধতি গ্রহণ।
১০. অর্থনৈতিক উন্নয়নের গতিবেগ ত্বরান্বিত করা।
১১. সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা।
১২.সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করা।
১৩. জীবনের গুণগত মানের উন্নয়ন করা।
১৪. উৎপাদনশীলতা বৃদ্ধি।
১৫. নারী পুরুষের সমান অধিকার
১৬. শ্রেণী, বর্ণ, ধর্ম, নির্বিশেষে জাতিসত্ত্বার সমান অধিকার নিশ্চিত করে অর্থনৈতিক বৈষম্য দূর করা।
১৭. দ্রুত অবকাঠামাে গড়ে তােলা।
কর্মসূচী
১. জমির সর্বোচ্চ সীমা নির্ধারণ আইন করে ভূমিহীন ব্যক্তিদেরকে উদ্বৃত্ত জমি বন্টন করা।
২. শ্রমদাস বা শ্ৰমপ্রথার উচ্ছেদ করার লক্ষ্যে আইন প্রনয়ন করে সামন্তবাদী অবশেষসমূহকে
বে-আইনী ঘােষণা করা।
৩. গ্রামের মহাজনী কারবারের অবসান ঘটানাে।
৪. বিঘা পর্যন্ত জমির খাজনা মাপ।
৫. কৃষক শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরী প্রবর্তন।
৬. চোরাচালানকারীর বিরুদ্ধে অভিযান।
৭. মধ্যবিত্ত শ্রেনীর কষ্ট লাঘবের জন্য আয়কর ছাড়ের পরিমাণ বৃদ্ধি।
৮. তাঁতশিল্পের উন্নয়নে পদক্ষেপ।
৯. শিক্ষার উপকরণের ন্যায্য দামে সরবরাহ করা, বিনামূল্যে ৮ম শ্রেনী পর্যন্ত বইপত্র বিতরণ
এবং প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের বিনামূল্যে টিফিন প্রদান।
১০. বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি।
১১. শিক্ষার উন্নয়নের জন্য নতুন স্কুল কলেজ নির্মাণ।
১২. মুদ্রাস্ফীতি রােধের উদ্দেশ্যে অপ্রয়ােজনীয় সরকারী ব্যয় কমাননা।
১৩. জলসেচ ব্যবস্থা দ্রুত সম্প্রসারণ, নদী খননের জন্য ড্রেজারবহর সংগঠিতকরণ।
১৪. অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা।
১৫. শিল্পের উন্নয়ন, উৎপাদন এবং ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশ গ্রহণের পরিকল্পনা ব্যাপকভাবে চালু করা।
১৬. দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা।
১৭. গ্রামীণ শ্রমিকদের জন্য বিশেষ কর্মসূচী প্রণয়ন করা।
১৮. সেচ কার্যের উন্নত ব্যবস্থা।
১৯. বহুমুখী গ্রাম সমবায় করা, গ্রামকে প্রশাসন ও উন্নয়নের ক্ষুদ্রতম অথচ শক্তিশালী
ইউনিটরূপে গড়ে তােলা, কয়েকটি গ্রাম নিয়ে নতুন গ্রাম নির্মাণ। যে গ্রামে শিক্ষা, স্বাস্থ্য, ভাত, কাপড় ও কাজের ব্যবস্থাসহ স্বয়ংসম্পূর্ণ হবে।
২০. জন্ম নিয়ন্ত্রণ।
২১. কৃষি উপকরণে ভর্তুকী প্রদান, কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ।
সূত্র: দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত