নতুন পরিস্থিতির আলােকে শ্রমনীতি প্রণীত হয়েছে
শ্রম ও সমাজকল্যাণ সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রী এবং জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ইউসুফ আলী বলেছেন দেশের নতুন ও পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সামঞ্জজ্য বিধান করে প্রণীত শ্রমনীতি রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক অনুমােদিত হবার পর পরই প্রকাশ করা হবে। তিনি জানান, নতুন নীতির খসড়া ইতিমধ্যেই প্রণয়ন করা হয়েছে। বাসস জানিয়েছেন, তিনি গতকাল বুধবার বঙ্গভবনে নব নিযুক্ত গভর্নর ও জেলা ম্যাজিষ্ট্রেটদের উদ্দেশ্যে ভাষণদানকালে এই তথ্য প্রকাশ করেন। অধ্যাপক ইউসুফ আলী বলেন, শ্রমিক ও পরিচালনা কর্তৃপক্ষের মধ্যে যথার্থ ও প্রীতিপূর্ণ সম্পর্ক স্থাপনের মাধ্যমে জাতীয় উৎপাদন বৃদ্ধি করিবার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, শিক্ষা ও সাংস্কৃতিক সুযােগ সুবিধাসহ শ্রমজীবি মানুষের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। শ্রমনীতি ও বাংলাদেশ সমাজ কল্যাণ ব্যবস্থা সম্পর্কে আলােচনা করার সময় শ্রম মন্ত্রী বলেন, সমাজ কল্যাণ দিগন্ত প্রসারী এর শুরু আছে শেষ নেই। সমাজ কল্যাণ কর্মসূচীর সার্বিক সাফল্যের জন্য তিনি সরকার ও জনগেণল ঐক্যবদ্ধ প্রচেষ্ঠার আহ্বান জানান। তিনি বলেন, শ্রমিকদের কর্মোদ্দীপক বােনাস প্রদানের ব্যবস্থা করা হবে। জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ইউসুফ আলী দবলেণ, শ্রমিক ও পরিচালনা কর্তৃপক্ষের প্রতিনিধিদের নিয়ে প্রতিটি কলকারখানায় একটি করে পরিচালনা বাের্ড গঠন করা হবে। অধ্যাপক ইউসুফ আলী বলেন, প্রতিটি কলকারখানার জাতীয় শ্রমিক লীগের একটি করে ইউনিট থাকবে এবং শ্রমিকরা এসব ইউনিটে একাধিক ট্রেড ইউনিয়ন থাকলে দরকষাকষির এজেন্ট হিসাবে শুধু একটি ইউনিয়নকে রেষ্ট্রিশন প্রদান করা হবে। তিনি আরও বলেন কোন শিল্প ইউনিটের শ্রমিকেরাই কার্যখরী পরিষদ নির্বাচিত করবেন। তিনি আরও বলেন ভবিষ্যতে একটি শিল্প কারখানার একটি মাত্র ট্রেড ইউনিয়ন থাকবে। কর্মসংস্থানের সুযােগ প্রসঙ্গে শ্রমমন্ত্রী বলেন, চলতি পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ৪০ লক্ষ মানুষের কর্ম সংস্থানের কর্মসূচী সরকারের রয়েছে। তিনি বলেন, ঢাকা নারায়ণগঞ্জ, চট্টগ্রাম খুলনা ও সিলেট পাঁটটি কর্ম বিনিয়ােগ কেন্দ্রে মাধ্যমে প্রতি বছল ১৫ হতে ২০ হাজার মানুষ তাদের নাম তালিকাভুক্ত করে বলে তিনি তথ্য প্রকাশ করেন সরকাররের সমাজ কল্যাণ কর্মসূচীর প্রসঙ্গে মন্ত্রী বলেন যে, পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সরকার এই কর্মসূচীর জন্য ২০ কোটি টাকা বরাদ্দ করেছেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৪ আগস্ট ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত