You dont have javascript enabled! Please enable it! 1975.08.14 | সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেন- এ এইচ এম কামারুজ্জামান | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেন- এ এইচ এম কামারুজ্জামান

শিল্পমন্ত্রী এ এইচ এম কামারুজ্জামান প্রতিটি জেলার সার্বিক কল্যাণ, বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব বাস্তাবায়ন তথা দেশের আন্তর্জাতিক মুক্তির জন্য জেলা গভর্নর বাকশাল সম্পাদকদিগকে ঐক্যবদ্ধভাবে সততা ও নিষ্ঠার সহিত তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি গতকাল ঢাকাস্থ রাজশাহী জেলা সমিতির উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে রাজশাহী নাটোর, নবাবগঞ্জ ও নওগাঁর জেলা গভর্নর এবং বাকশাল সম্পাদকগণের সম্মানে। আয়ােজিত সম্বর্ধনা সভায় প্রধান অতিথিদের ভাষণদানকালে উপরােক্ত আহ্বান জানিয়েছেন।
জনাব কামারুজ্জামান বলেন, দ্বিতীয় বিপ্লবের কর্মসূচী বাস্তাবায়নে ক্ষেত্রে নতুন প্রশাসনিক ব্যবস্থায় জেলা গভর্ণর ও বাকশাল সম্পাদকদিগকে সর্বাধিক দায়িত্ব অর্পন করা হয়।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৪ আগস্ট ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত