You dont have javascript enabled! Please enable it!

ভারতের স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর বাণী

রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতের ২৮তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষ্যে রাষ্ট্রপতি জনাব ফখরুদ্দিন আলী আহমদ ও প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর কাছে দুটি পৃথক পৃথক শুভেচ্ছা বাণী প্রেরণ করেছেন। খবর বাসস। জনাব ফখরুদ্দীন আলী আহমদের কাছে প্রেরিত বার্তায় ভবিষ্যতে উভয় দেশের মধ্যকার বন্ধুত্ব ও সহযােগিতার আরও জোরদার ও সংহত হবে বলে বঙ্গবন্ধু আস্থা প্রকাশ করেন। শ্রীমতি ইন্দিরা গান্ধীর কাছে প্রেরিত বার্তায় অভিন্ন উদ্দেশ্যে ও আকাংখার উপর প্রতিষ্টিত দুই দেশের বন্ধুত্ব ও সহযােগিতা উভয় দেশের জনগণের পারস্পরিক স্বার্থে ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে বঙ্গবন্ধু আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী মনসুর আলীর বাণী: ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গন্ধীর কাছে প্রেরিত এক বার্তায় প্রধানমন্ত্রী এম মনুসর আলী আশা প্রকাশ করেছেন যে, ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ বাংলাদেশ ও ভারতের জনগণের সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৪ আগস্ট ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!