You dont have javascript enabled! Please enable it!

জনশক্তি বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ- ইউসুফ আলী

মূল প্রতিবেদনের উপর আলােচনা প্রসঙ্গে শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী বলেন, জনশক্তি হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ। এই জনশক্তিকে উৎপাদনমুখী করে তুলতে ব্যর্থ হলে কেবল সমস্যারই সৃষ্টি হবে না জাতীয় অগ্রগতি ও ব্যাহত হবে। তিনি বলেন, দেশের বর্তমান শ্রম শক্তির এক তৃতীয়াংশ বেকার। বর্তমানে দেশে শ্রম শক্তির সংখ্যা ২ কোটি ৬ লক্ষ।
১৯৭৭-৭৮ সালে এই সংখ্যা ৩ কোটিতে উপনীত হবে। তিনি জানান, সরকার এই শ্রম শক্তি সম্পর্কে সম্পূর্ণ সচেতন। জাতীয় শ্রমিক লীগের সম্পাদক পঞ্চ বার্ষিকী পরিকল্পনায় ৪১ লক্ষ নতুন কর্মসংস্থান এবং ১৩ লক্ষ আধা বেকার লােকের পূর্ণ কর্মসংস্থানে কর্মসূচী রয়েছে বলে উল্লেখ করেন। অধ্যাপক ইউসুফ আলী বলেন, বেসরকারী শিল্প কারখানা স্থাপনের পরিকল্পনা এমন হওয়া উচিত যাতে ভবিষ্যতে অধিক সংখ্যক কর্মসংস্থান করা সম্ভবপর হয়: তিনি বলেন বর্তমানে সারা দেশে ১১ লক্ষ ৩১ হাজার ৬৮৬ জন শিল্প শ্রমিক আছে। এই সব শ্রমিক যাতে নিরক্ষরতার অভিশাপ হতে মুক্তি পায় এবং এদের মধ্যে পরিবার পরিকল্পনা কর্মসূচী জনপ্রিয় করে তােলা যায় সে জন্য যথাবিহিত ব্যবস্থা গ্রহণের উপর তিনি গুরুত্ব আরােপ করেন। শ্রম মন্ত্রী বলেন, অদূর ভবিষ্যতে দেশের বিভিন্ন চাকরী বিনিয়ােগ কেন্দ্রের ৯০ হাজার চাকুরী প্রার্থীর মধ্যে ২০ হাজার লােকের কর্মসংস্থান করা সম্ভব হবে। তিনি জানান, শ্রমিকদের উন্নতি ও সার্বিক কল্যাণের জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থার একজন বিশেষজ্ঞ বর্তমানে বাংলাদেশে কর্মরত রয়েছেন। তিনি আরও জানান সরকার এই পর্যন্ত বিদেশে মােট ৭০০ জন আধাদক্ষ শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৪ আগস্ট ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!