জাতীয় বাজেট জাতির আশা-আকাঙ্ক্ষা প্রতীক
জাতীয় বাজেট জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক। গতকাল প্রশিক্ষণ কার্যক্রমে “বাজেট প্রণয়নের নীতি ও পদ্ধতি” প্রসঙ্গে আলােচনা কালে অর্থমন্ত্রী সচিব জনাব কফিল উদ্দিন মাহমুদ একথা বলেন, এক সরকারী হ্যাণ্ড আউটে এ খবর পরিবেশন করা হয়। তিনি বলেন যে, বাজেট শুশু সরকারী বার্ষিক আয় ব্যয়ের বিবরণী নয় তার মাধ্যমে পরিপলিত হয় আমাদের জাতীয় সামাজিক ও অর্থনৈতিক অদর্শের রূপরেখ। তিনি বলেন, কোন দেশের ব্যয়ের পদ্ধতির উপর নির্ভর করছে কি ধরণের সামাজিক ব্যবস্থা সেই দেশ চাই। বাজেটের অর্থ সংগ্রহের বিভিন্ন দিক ব্যাখ্যা করে জনাব মাহমুদ বলেন যে, সরকার নন-ব্যাঙ্ককিং সেক্টরে জনসাধারণের নিকট হতে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ডিফেন্স সেভিংস সার্টিফিকেট প্রাইজ বণ্ড ইত্যাদি বিক্রির মাধ্যমে আথবা কেন্দ্রীয় ব্যাঙ্ক থেকে ঋণ নিতে পারেন। তবে সার্টিফিকেট প্রইজ বণ্ড এসবের জনগণের মনে যে ত্যাগের ভাব আসে তাতে অর্থের কিছুটা সংকোচ হয় বলে তিনি উল্লেখ করেন।
কম্পট্রোলার ও অডিউর জেনারেল ও প্রশিক্ষণ কার্যক্রমে “হিসাবরক্ষণের সাধারণ নিয়ামবলী ও প্রশাসন তার গুরুত্ব বিষয়ে আলােচনা প্রসঙ্গে স্পকট্রোলার অডিটর জেনারেল জনাব এ, কে, এম আবদুল বাকী ব্যয়ের খাতে প্রয়ােজনীয় আগ্রাধিকরের উপর গুরুত্ব আরােপ করেন। কম্পােট্রোলার জেনারেল সরকারী অর্থব্যয়ের প্রি অডিট ব্যবস্থা গ্রহণে সরকার নীতিগতভাবে সম্মত হয়েছেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ৮ আগস্ট ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত