সিলেট সেক্টর চোরাচালান নিরােধ অভিযানে রেকর্ড সাফল্য
সিলেট ১০ই আগস্ট সিলেট সেক্টরের বি ডি আর বাহিনী চোরাচালান নিরােধ অভিযানে রেকর্ড পরিমাণ সাফল্য অর্জন করেছে বলে সেক্টর কমান্ডারের নিকট হতে জানা গেছে গত ৩১শে জুলাই স্থানীয় বি ডি আর হাউসে সেক্টর কমান্ডার সেজর আবেদ মিয়া সাংবাদিকদের নিকট জানান, গত জানুয়ারী হতে জুন মাস পর্যন্ত বি ডি আর বাহিনী ৭৯ লক্ষ ৪০ হাজার ৬ শত ৮৪৫৪ টাকা মূল্যের চোরাচালানকৃত মালামাল আটক করতে সমর্থ হচ্ছে এবং ১ হাজার ৩৬টি মামলা দায়ের করেছে। আটকৃত মালামালের মধ্যে রয়েছে মাছ, ধান পাট সােনা রূপা কাসা ডিম মুরগী ছাগল মরিট বিড়ি পাতা পান জিরা কাপড় প্রসাধনী দ্রব্য খুচরা যন্ত্রপাতি প্রভৃতি। সেক্টর কমান্ডার জানান চোরাচালান নির্মূল করার জন্য সিলেট কুমিল্লা ও নােয়াখালীর বিভিন্ন এলাকার বিশেষ ফাঁড়ি স্থাপন এবং সীমান্ত টহলদান ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। মহেশপুর কোটচাঁদপুর হতে জনৈক সংবাদদাতা লিখেছেন বিডিয আর বাহিনীর ব্যাপক তৎপরতার ফলে মহেপুর সীমান্তে চোরাচালান প্রায় বন্ধ হয়ে গেছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ১২ আগস্ট ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত