আজ বাকশাল জেলা সম্পাদক প্রশিক্ষণ শুরু
আজ সকাল দশটায় বঙ্গভবনে দেশে নবঘােষিত ৬১টি জেলার বাকশাল জেলা সম্পাদকের ছয়দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হবে। এই প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন করবেন জাতীয় দলের সেক্রেটারী এবং প্রধানমন্ত্রী জনাব এম মনসুর আলী। উদ্বোধনী অধিবেশনের পর ১১০ নম্বর সার্কিট হাউজ রােডে শুরু হবে জেলা সম্পাদকদের ছয়দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স। প্রশিক্ষণকালে প্রতিদিন তিনটি অধিবেশনে ৬১জন জেলা সম্পাদকের উদ্দেশ্যে জাতীয় দলের নেতৃবৃন্দ মন্ত্রী পরিষদের সদস্য এবং উচ্চ পদস্থ সরকারী কর্মকর্তাগণ নির্ধারিত বিষয়বস্তুর উপর আলােক পাঠ করে বক্তব্য রাখেন। প্রশিক্ষণ শেষে ১৬ই আগস্ট অপরাহ্নে ৫টায় জেলা সম্পাদকগণ গণভবনে জাতির জনক রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাৎ করবেন। বাকশাল জেলা কমিটির সম্পাদকদের মধ্যে যারা এখনাে প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের জন্য প্রবেশপত্র সংগ্রহ করেন নাই তাদেরকে আজ সকাল সাড়ে ৯টার মধ্যে বঙ্গভবনে যােগাযােগ করবার জন্য জাতীয় দলে অন্যতম সম্পাদক জনাব আব্দুল রাজ্জাক অনুরােধ জানিয়েছেন। তাছাড়া কার্যনির্বাহী কমিটি ও কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ ফ্রন্ট প্রধানগণ, মন্ত্রীপরিষদে সদস্যবৃন্দ, প্রতিমন্ত্রী, হুইপ এবং নবনিযুক্ত জেলা গভর্নরগণকেও এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অধিবেশনে সকলা ৯টা ৫৫ মিনিটের মধ্যে উপস্থিত হতে অনুরােধ করা হয়েছে।
প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ কারী জেলা সম্পাদকগণকেও সকাল পৌনে ১০টার মধ্যে অধিবেশনে উপস্থিত হতে অনুরােধ জানানাে হয়েছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ১১ আগস্ট ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত