নির্ধারিত সময়ে খাদ্যশস্য সংগ্রহের গুরুত্ব আরােপ
চলতি বৎসরের খাদ্য চাহিদাএবং সাহায্যের প্রতিশ্রুতি ও গত বৎসরে বিদেশ হতে সাহায্য হিসাবে পাওয়া খাদ্য পরিস্থিতি পর্যালােচনা করার জন্য গতকাল সচিবালয়ে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে খাদ্যমন্ত্রী জনাব আবদুল মমিন পরিকল্পনা ও খাদ্য মন্ত্রনালয় এবং অর্থমন্ত্রনালয়ের সিনিয়র অফিসারগণ অফিসে উপস্থিত ছিলেন, চলতি বৎসরে খাদ্য উৎপাদনের লক্ষমাত্রা নিয়ে এই বৈঠকে আলােচনা করা হয় এছাড়া এই বৈঠকে নির্ধারিত সময়ে খাদ্য সংগ্রহ করার ইপর বিশেষ গুরুত্ব আরােপ করা হয়। উপরাষ্ট্রপতির সভাপতিত্বে অন্য একটি পরিচালনা বৈঠকে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে আলােচনা করা হয়।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ৮ আগস্ট ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত