You dont have javascript enabled! Please enable it!

আটটি দেশের সঙ্গে শুল্ক রহিতের চুক্তি হবে

চীনের সঙ্গে বাণিজ্য উত্তরােত্তর বৃদ্ধি পাবে- মােশতাক ঃ- বাণিজ্য ও বৈদেশিক বানিজ্যমন্ত্রী খন্দোকার মােশতাক আহমদ সােমবার বলেন, এশীয় এবং প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (এসকাপ) সদস্য হিসেবে বাংলাদেশ কয়েকটি পন্য সম্পর্কে সম্ভাবত: পূর্বাঞ্চলের আটাট দেশের সাথে শুল্ক রহিতকরন চুক্তি সাক্ষর করবে। বাসস পরিবেশিত এ খবরে প্রকাশ, বিশ্বের ৮৭টি দেশের সাথে বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক স্থাপন করেছে বলে তিনি জানান। বঙ্গভবনে জেলা গবর্নরদের উদ্দেশ্যে ভাষন দানকালে তিনি বলেন, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সরকার যে কোন দেশের সাথে বানিজ্য সম্পর্ক স্থাপনে প্রস্তুত রয়েছেন। চীনের সাথে সম্প্রতি বাণিজ্য সম্পর্ক স্থাপিত হয়েছে। ভবিশ্যতে এ সম্পর্ক উত্তরােত্তর বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। খােন্দকার মােশতাক আহমদ বলেন, পারস্পরিক সুবিধার জন্য ভারত, বর্মা ও নেপালের মত প্রতিবেশী দেশগুলাের সাথে বানিজ্য সম্পর্ক গড়ে তােলার যথেষ্ট সুযােগ রয়েছে। তিনি বলেন, পাট, পাটজাত দ্রব্যাদি ও হস্তশিল্প সামগ্রী রফতানির জন্য বাংলাদেশ ইউরােপীয় সাধারণ বাজারভুক্ত দেশগুলাের সাথে দ্বিপাক্ষিক চুক্তি সাক্ষর করেছে। প্রচলিত পন্যাদি রফতানীর উপর গুরুেত্ব আরােপ করে তিনি বলেন বর্তমান অর্থবছরে সরকার ৫২০ কোটি টাকার পন্য রফতানীর লক্ষ্যমাত্রা স্থির করেছেন। বাণিজ্যমন্ত্রী বলেন, নিজ নিজ এলাকায় সর্বক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির ব্যাপারে জেলা গবর্নরদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। তিনি বলেন বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য রফতানীযােগ্য পন্য উৎপাদনে পুঁজি বিনিয়ােগ করা উচিত। ওয়েজ আর্নার পরিকল্পনা কয়েক ধরনের পন্যের দাম উল্লেখযােগ্য পরিমানে কমাতে সাহায্য করেছে বলে তিনি জানান। বানিজ্য ক্ষেত্রে টিসিবির ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, এ পর্যন্ত টিসিবি ৩৪৩ কোটি টাকার পন্য রফতানী করেছে। এরপর বাণিজ্য সচিব জনাব এম এল রহমান নিত্যপ্রয়ােজনীয় পন্য আইন সম্পর্কে আলােচনা করেন।
প্রশাসন বিকেন্দ্রকীকরণ ব্যবস্থা: ব্রাহ্মণবাড়িয়া থেকে বাসস সােমবার জানাচ্ছে রেখান্দকার মােশতাক আহমদ গতকাল এখানে বলেন, প্রশাসন বিকেন্দ্রিকরন ব্যবস্থায় গবর্নর পদ জনগণের কল্যানে নয়া সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। কুমিল্লার গবর্নর অধ্যাপক খােরশেদ আলম, ব্রাহ্মনবাড়িয়ার জনাব আজম ও চাঁদপুরের গবর্নর আব্দুল আওয়ালের গণ সম্বর্ধনায় প্রধান অতীথির ভাষন দানকালে তিনি একথা বলেন। এ অনুষ্টানে তথ্য ও বেতার প্রতিমন্ত্রী জনাব তাহের উদ্দিন ঠাকুরও উপস্থিত ছিলেন।

সূত্র: দৈনিক বাংলা, ৫ আগস্ট ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!