You dont have javascript enabled! Please enable it!

বাকশালের জেলা সম্পাদকদের ট্রেনিং

১১ই আগস্ট থেকে ১৬ই আগস্ট ৬১ জেলার নব নিযুক্ত বাকশাল সম্পাদকদের জন্য বাকশাল কেন্দ্রিয় কার্যালয়ে দলের পক্ষ থেকে এক প্রশিক্ষন কোর্সের আয়ােজন করা হয়েছে। বাংলাদেশ কৃষক-শ্রমিক আওয়ামী লীগের সেক্রেটারী প্রধানমন্ত্রী জনাব এম মনসুর আলী সােমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন। বাসস-এ খবরে বলা হয়, প্রধানমন্ত্রী যথাসময়ে উক্ত প্রশিক্ষন কোর্সে যােগদানের জন্য সকলকে জেলা বাকশাল সম্পাদককে নির্দেশ দিয়েছেন। সেক্রেটারী জেনারেল দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে জেলা সম্পাদক বৃন্দকে প্রশিক্ষন কোর্সের। কর্মসুচী ও এতদসংক্রান্ত বিস্তরিত তথ্য সংগ্রহ করতে বলেছেন।
বাকশাল সম্পাদক সংক্রান্ত খবরের সংশােধনী: বাসস-এর খবরে বলা হয়, গতকাল সােমবার বাংলাদেশ কৃখশ-শ্রমিক আওয়ামীলীগের সেক্রেটারী জেনারেলের কার্যলয় থেকে নিন্মােক্ত ঘােষণা প্রকাশ করা হয়েছে। গত রােববার ঘােষিত জেলা বাকশাল সম্পাদক ও যুগ্মসম্পাদকদের নামের তালিকা মুদ্রন প্রমাণবশত ঢাকা মহানগরী জেলা বাকশালের একজন যুগ্ম সম্পাদক হিসেবে জনাব মােহাম্মদ এলাহী বখশের নামের স্থলে জনাব মােস্তফা মহসীন ও মেহেরপুরের জেলা বাকশাল সম্পাদক হিসেবে জনাব নুরুল হক মাস্টারের পরিবর্তে জনাব নুরুল হক এ্যাডভােকেটের নাম প্রকাশিত হয়েছে। প্রকৃতপক্ষে, জনাব মােহাম্মদ আলী বখশ হচ্ছেন। ঢাকা মহানগরী জেলা বাকশালের অন্যতম যুগ্ম সম্পাদক এবং জনাব নুরুল হক মাস্টার মেহেরপুর জেলা বাকশালের সম্পাদক।” অনুরুপভাবে জেরা বাকশাল সম্পাদকদের পর সাধারণ সম্পাদক বলে উল্লেখিত হয়েছে। প্রকৃতপক্ষে, সাধারন সম্পাদকের স্থলে ঐ পদ সম্পাদক নামে অভিহিত করা হবে।

সূত্র: দৈনিক বাংলা, ৫ আগস্ট ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!