ভেজা পাট সরবরাহের দায়ে ২০হাজার টাকা জরিমানা
ডেমরায় করিম জুট মিলে ভেজা পাট সরবরাহ করার দায়ে নারায়নগঞ্জের একজন কাঁচা বেল রকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাংলাদেশ সরকারের নারায়নগঞ্জস্থ প্রধান পাট পরিদর্শক গত দক্রবার করিম জুট শিলে আকস্মিক পরিদর্শনে গিয়ে দেখতে পান যে ব্যবসায়ীরা মিলের সরবরাহের জন্যে প্রচুর ভেজা পাট এনেছে। মােহাম্মদ ইউনুস মিয়া নামক উক্ত পাট ব্যবসায়ীকে জরিমানা করা ছাড়া আরাে ৭ জন পাট ব্যবসায়ীর বিরুদ্ধে ভেজা পাট সরবরাহের অভিযােগ আনা হয়েছে। তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। বাংলাদেশ জুট ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর দেয়া হয়।
সূত্র: দৈনিক বাংলা, ৫ আগস্ট ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত