You dont have javascript enabled! Please enable it!

বন্দর থেকে ৪৯ লাখ টাকার গম আত্মসাৎ

চট্টগ্রাম। বিদেশ থেকে আমদানী করা খাদ্যশস্য বন্দরে খালাশের সময় ৪৯ লক্ষ ৪০ হাজার ৮শ টাকা মুল্যের খাদ্যশস্য আত্মসাতের তিন টি চাঞ্চল্যকর ঘটনা ধরা পরেছে। পুলিশ এ ব্যাপারে ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে। এই বিপুল পরিমান খাদ্যশস্য আত্মসাতের ঘটনা ধরেছেন চট্টগ্রাম জেলা দুর্নীতি দমন অফিস। এবং তারা ৩ টি পৃথক মামলা দায়ের করেছেন। এ ৩ টি ঘটনার প্রথমটি হলাে ২০৪৪.১৯২ মেট্রিকটন খাদ্যশস্য আত্মসাতের। এই খাদ্যশস্যের মুল্য হবে ২৭ লাখ ৬০ হাজার ৭৫০ টাকা। দ্বিতীয়টি ১৫ লাখ ৫৫ হাজার ৯ শ টাকা মুল্যের ১ হাজার ১শ ৪৩ লংটন টন খাদ্যশস্য, এবং তৃতীয়টি হচ্ছে ৬ লাখ ২৪ হাজার ১৫০ টাকা মুল্যের ৫৩২ লংটন খাদ্যশস্যের। চট্টগ্রাম জেলা দুর্নীতি দমন অফিস গত জুন মাসে ডবলমুরিং থানায় খাদ্যশস্য আত্মসাতের ৩ টি মামলা দায়ের করেন। প্রথম মামলা দায়ের করা হয়েছে গত ৮ই জুন। ডবলমুরিং থানায় চট্টগ্রাম জেলা দুর্নীতি দমন অফিসের অভিযোেগ বলা হয়: খাদ্য বিভাগের মুভমেন্ট ও স্টোরেজের স্টিভেডর হাজী বশির আহমদ, সুপারভাইজার অব স্টিভেডর আবু কাশেম, আগ্রবাদে বাংলাদেশ ট্রান্সপাের্টেশন টাস্ক গুরুপের কো অর্ডিনেটর হিফজুর রহমান। খাদ্য বিভাগের মুভমেন্ট ও স্টোরেজের সাব-ইন্সপেক্টর আব্দুল রহমান হাওলাদার এবং খাদ্য বিভাগের মুভমেন্ট ও স্টোরেজের টালি সহকারী গােলাম হায়দার ভুয়া কাগজ পত্র দেখিয়ে বন্দরে জাহাজ থেকে খাদ্যশস্য খালাসের সময় ২৭ লাখ ৬০ হাজার ৭৫০ টাকা মুল্যের এবং ২ হাজার ৪৪.১৯২ মেট্রিক টন গম আত্মসাৎ করেন। কেবল হাজী বশির আহমদ ছাড়া অভিযুক্ত এই সকল ব্যক্তিকেই গ্রেফতার করা হয়েছে। ডবলমুরিং থানায় চট্টগ্রাম জেলা দুর্নীতি দমন অফিস দ্বিতীয় মামলাটি দায়ের করেছেন গত ১৯ শে জুন তারিখে। চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে খাদ্যশস্য খালাসের সময় ১৫ লাখ ৫৫ হাজার ১শত ৪৩ লংটন গম আত্মসাতের অভিযােগে বলা হয় চট্টগ্রামের আগ্রবাদে বাংলাদেশ ট্রান্সপাের্টেশন টাস্ক গ্রুপের কো-অর্ডিনেটর খাদ্য বিভাগের মুভমেন্ট চীফ ইন্সপেক্টর এই একই বিভাগের ২ জন টালি সহকারী, একজন স্টিভেডরের ২ জন সুপারভাইজার ভুয়া কাগজপত্র দেখিয়ে উল্লিখিত পরিমান খাদ্যশস্য আত্মসাৎ করে। চট্টগ্রাম দুর্নীতি দমন অফিস বন্দরে জাহাজ থেকে খাদ্যশস্য আত্মসাতের তৃতীয় মামলাটি ডবলমুরিং থানায় দায়ের করেন গত জুলাই মাসের ১৭ তারিখে। এই মামলার অভিযােগে বলা হয় চট্টগ্রামের আগ্রাবাদস্থ বাংলাদেশ ট্রান্সপাের্টেশন টাস্ক গ্রুপের কো-অর্ডিনেটর, খাদ্য মুভমেন্ট এন্ড স্টোরিজের একজন সুপারভাইজার এবং একজন টালি সহকারী, একজন স্টিভেটর সুপারভাইজার ভুয়া কাগজ পত্র দেখিয়ে ৬ লাখ ২৪ হাজার ১৫০ টাকা মুল্যের ৫৩২ লংটন গম জাহাজ থেকে খালাসের সময় আত্মসাৎ করে। এই ঘটনাটি ঘটেছে ১৯৭৪ সালের ১লা জুলাই তারিখে। এসটি গােরেজ নামে একটি জাহাজ যুক্তরাষ্ট্রের পেটি কর্পায় বন্দর থেকে ৩০ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌছায়। অভিযােগ করা হয় যে উল্লেখিত অভিযুক্ত ব্যক্তিগণ এই জাহাজটি থেকে ৫৩২ লংটন গম আত্মসাৎ করে গত ১৯৭৪ সালের ১লা জুলাই তারিখে। তারা ভুয়া ফাইনাল খালাস রিপাের্ট দাখিল করে ঐ গম আত্মসাৎ করে।

সূত্র: দৈনিক বাংলা, ৬ আগস্ট ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!