You dont have javascript enabled! Please enable it! 1975.08.07 | মানুষের মুখে হাসি ফোটানােই পরিবর্তনের লক্ষ্য- তথ্যমন্ত্রী | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

মানুষের মুখে হাসি ফোটানােই পরিবর্তনের লক্ষ্য- তথ্যমন্ত্রী

তথ্য ও বেতার মন্ত্রী জনাব কোরবান আলী বলেছেন, দেশের প্রশাসনিক কাঠামাের আমূল পরিবর্তনের একমাত্র উদ্দেশ্যে হচ্ছে দেশের মানুষের মুখে হাসি ফোটানাে। গতকাল রােববার ঢাকার নব নিযুক্ত গভর্ণরদের সম্মানে আয়ােজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা কালে জনাব কোরবান আলী বলেন, নতুন প্রশাসনিক ব্যবস্থায় গভর্নরদের উপর অত্যন্ত গুরুদায়িত্ব বর্তেছে। জাতির জনক বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লবকে সার্থককরার ক্ষেত্রে গভর্নরদের কেন্দ্রবিন্দু হিসেবে অভিহিত করেন। তথ্য মন্ত্রী বলেন, প্রশাসিনক কাঠামােই রদবদল দ্বিতীয় বিপ্লবের এক একটি পদক্ষেপ। এক দলীয় ব্যবস্থা, গভর্নর নিয়ােগ সবই দ্বিতীয় বিপ্লবের অংশ। এসব প্রশাসনিক ব্যবস্থার গুরুত্ব ব্যাখ্যা করে তিনি বলেন, পূর্বের ব্যবস্থায় কখনাে নির্দলীয় দুষ্টু লােকদের দমন করা সম্ভব ছিল না। কিন্তু এখন সবই সমান। দলীয় লোেক বলেন দুষ্টু লােকদের পরিত্রানের আর সুযােগ নেই। তথ্য মন্ত্রী বলেন, একদল না হলে আজকের এই প্রশাসনিক রদবদল সম্ভব হতাে। গভর্নরদেরকে প্রদত্ত ক্ষমতার কথা উল্লেখ করে জনাব কোরবান আলী আশা প্রকাশ করেন যে, তারা তাদের দায়িত্ব। পালনে সফল হবেন। দেশের মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে তারা সক্ষম হবেন। ঢাকা জেলার কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে আয়ােজিত এই সম্বর্ধনায় মেট্রোপলিটন ঢাকার গভর্নর জনাব আবু তাহের, বিক্রমপুরের জনাব শামসুল হক, ঢাকার জনাব আশরাফ আলী চৌধুরী, নরসিংদির জনাব আফতাব উদ্দিন ভুইয়া, মানিকগঞ্জের জনাব নূরুজ্জামান ও ঢাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য হুইপ জনাব মাে: হানিফও উপস্থিত ছিলেন। তারা তাদের বক্তৃতায় দ্বিতীয় বিপ্লবকে সফল করার কাজে জনগণের সহযােগিতা কামনা করেন জাতীয় প্রেসক্লাবে আয়ােজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাচীন সাংবাদিক জনাব শহীদুল হক।

সূত্র: দৈনিক বাংলা, ৭ আগস্ট ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত