You dont have javascript enabled! Please enable it! 1975.08.01 | বাকশালের সদস্য পদের জন্যে আবেদন | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

বাকশালের সদস্য পদের জন্যে আবেদন

বিভিন্ন সংস্থার কর্মচারী বৃন্দ এবং বিভিন্ন স্তরের জনগণ বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের সদস্য পদের জন্য গতকাল দলের সেক্রেটারী জেনারেল প্রধানমন্ত্রী জনাব এম মনসুর আলীর নিকট আবেদন করেছেন।
শিল্প ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর জনাব এ এইচ এম কামাল উদ্দিনের নেতৃত্বে ব্যাংকের ৪ শত ১২ জন কর্মচারী এবং গৃহ নির্মাণ ঋণদান সংস্থার ১শত ৫৮জন কর্মচারী সদস্য পদের লাভের জন্যে আবেদন করেন। ইহাছাড়া বিমান বন্দর উন্নয়ন সংস্থার ৩ শত ৩১ জন কর্মচারী সদস্য পদ লাভের জন্য দলের সেক্রেটারী শেখ ফজলুল হক মনির নিকট এবং বাংলাদেশ দমকল বাহিনী কর্মচারী লীগের সদস্যগণ দলের সেক্রেটারী জনাব আবদুর রাজ্জাকের নিকট আবেদনপত্র পেশ করেন। হােমিওপ্যাথি সমিতি ও আনন্দ বাজার বণিক সমিতির সদস্যগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিকট জাতীয় দলের সদস্য পদ প্রার্থনা করিয়া জনাব জিল্লুর রহমানের নিকট আবেদন পত্র পেশ করেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ১ আগস্ট ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত