জাতীয় দল গঠনে সাম্রাজ্যবাদী চক্রান্ত প্রতিহত হয়েছে- শেখ মনি
বাকশালের অন্যতম সেক্রেটারী শেখ ফজলুল হক মনি গতকাল বলেন যে, সমগ্র জাতিকে একই পতাকা তলে সমবেত করার জন্য বৃহত্তর রাজনৈতিক কোরাম হিসাবে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠনের মাধ্যমে সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা সমাজে অনৈক্য সৃষ্টির আত্মঘাতী প্রচেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। বাসস জানান, অধুনালুপ্ত ন্যাপ (ভাসানী) এর একদল কর্মী বাকশালের সদস্য পদের জন্য যুক্ত আবেদন পত্র লইয়া গতকাল অপরাহ্নে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গমন করলে শেখ মনি তাদের উদ্দেশ্যে বক্তৃতা করেন। বাকশাল কার্যনির্বাহী কমিটির সদস্য গাজী গােলাম মােস্তফা এমপিও এই সময় উপস্থিত ছিলেন। শেখ মনি বলেন, সমাজতন্ত্র এবং শােষণমুক্ত সমাজ গঠনের কাজে সকল দেশপ্রেমিকের অংশগ্রহণের সুযােগ দানের উদ্দেশ্যেই বঙ্গবন্ধু বাস্তব নীতি এবং কর্মসূচী লইয়া একটি বৈজ্ঞানিক রাজনৈতিক বিপ্লব ঘটাইয়াছেন। তিনি বলেন, এই বৃহত্তর রাজনৈতিক কাঠামােতে সকলকে একতাবদ্ধ করাই আমাদের দলের লক্ষ্য। বাকশাল সেক্রেটারী দ্বিতীয় বিপ্লবের কর্মসূচী বাস্তবায়নের কাজে অংশগ্রহণের জন্য দেশের মেহনতী জনতার প্রতি আহ্বান জানান। পূর্বাহ্নে অধুনালুপ্ত ন্যাপ এর অন্যতম প্রতিষ্ঠাতা জনাব আজাদ সুলতান ৪শত কর্মীর বাকশাল যােগদানের আবেদন পত্র শেখ ফজলুল হক মনির হাতে অর্পন করেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ২ আগস্ট ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত