You dont have javascript enabled! Please enable it! 1975.08.02 | দেশের শিল্পায়নের সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দেশের শিল্পায়নের সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন

উপরাষ্ট্রমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম গতকাল দেশের শিল্পায়ন প্রচেষ্ঠায় ও বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব বাস্তবায়নে শিল্পপতি ও বেসরকারী পুজি বিনিয়ােগকারীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানাইয়াছেন। তিনি দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে তাহাদের অর্থ সম্পদ ও বুদ্ধিমত্তা কাজে লাগাইতে বলেন। উপরাষ্ট্রপতি বলেন যে, শিল্পপতি ও পুঁজি বিনিয়ােগকারীদের নিকট হইতে ইতিমধ্যেই উৎসাহজনক সাড়া পাওয়া গিয়াছে। তিনি জানান যে, গত বৎসর জুলাই মাসে সরকারের পুঁজি বিনিয়ােগ নীতি ঘােষণা করার পর হইতে এ পর্যন্ত বেসরকারী পুঁজি হইয়াছে। তিনি তাহার ভাষণে অর্থনৈতিক অগ্রগতিতে রাষ্ট্রয়ত্ত শিল্প সমূহের সহিত বেসরকারী শিল্পের ভূমিকার উপর গুরুত্ব আরােপ করেন। শিল্পোন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করিয়া উপরাষ্ট্রপতি পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বেসরকারী শিল্পখাতে বিভিন্ন সুযােগ সুবিধার কথা উল্লেখ করেন। উপরাষ্ট্রপতি বলেন, সংশােধিত শিল্পনীতির আওতায় একটি ২ বৎসর মেয়াদী পুঁজি বিনিয়ােগ তফসিলে ১০৮টি শিল্প উপখাতে ৭০ কোটি টাকা বিনিয়ােগের লক্ষ্য নির্ধারিত হইয়াছে। তিনি ১৯৭৩-৭৪ ও ১৯৭৪-৭৫ সনের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন অসুবিধার কথা উল্লেখ করেন। আমদানী নীতি সম্পর্কে মন্তব্য প্রসঙ্গে উপরাষ্ট্রপতি বলেন, সামগ্রিকভাবে উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যেই ৫৫০ কোটি টাকার আমদানী লক্ষ্য নির্ধারণ করা হইয়াছে ও ওয়েজ আর্নার স্কীমের অধীনে আমদানীকৃত শুল্কমুক্ত কাচামাল ব্যবহারের সুযােগ দেওয়া হইয়াছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের ডাকে সাড়া দেশে উৎপাদন বৃদ্ধির যে তৎপরতা শুরু হইয়াছে তাহাতে বেসরকারী শিল্প উদ্যোক্তাগণ নতুন শিল্প প্রতিষ্ঠা করিয়া উৎপাদন বৃদ্ধির কাজে আগাইয়া আসিতে পারিবেন। তিনি জানান যে, বিনিয়ােগ তফসিল ঘােষণার পর এ পর্যন্ত ১৩৩টি নতুন শিল্প প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হইয়াছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ২ আগস্ট ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত