বেসরকারী খাতে নতুন শিল্প প্রতিষ্ঠা ও পুঁজি বিনিয়ােগের পূর্ন নিশ্চয়তা প্রদান করা হইবে
শিল্পমন্ত্রী জনাব এ এইচ কামারুজ্জামান গতকাল দেশের ব্যবসায়ী সম্প্রদায় ও শিল্পপতিদের এই মর্মে আশ্বাস দেন যে, বেসরকারী খাতে নতুন শিল্প কারখানা প্রতিষ্ঠা এবং পুঁজি বিনিয়ােগের ব্যাপারে সরকার উহার প্রয়ােজনীয় নিরাপত্তা এবং বিনিয়ােগকৃত পুঁজির পূর্ন নিশ্চয়তা প্রদান করিবেন। তিনি পুঁজি বিনিয়ােগ করিয়া দেশকে শিল্পশালী লােকদের প্রতি আহ্বান জানান বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব বাস্তবায়নে বেসরকারী শিল্পের ভূমিকা শীর্ষক ২ দিন ব্যাপী সেমিনারের সমাপ্তি অধিবেশনে শিল্প মন্ত্রী উপরােক্ত আহ্বান জানান। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিল্প বণিক সমিতি ফেডারেশন এবং ঢাকা শিল্প বণিক সমিতির যৌথ সহযােগিতার এই সেমিনারের আয়ােজন করা হয়। জনাব কামারুজ্জামান আরও বলেন, দেশের বিনিয়ােগনীতিতে একথা কখনই বলা হয় নাই যে শিল্প গড়ার ১৫ বছর পর উহা রাষ্ট্রায়ত্ত করা হইবে। তিনি বলেন সরকার পরিষ্কার ভাবে ঘােষণা করিয়াছেন যে, রাষ্টীয় নীতিমালার কাঠামােতে সরকার যদি পুনরায় শিল্প প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত করে তবে উহার পূর্ন এবং ন্যায্য ক্ষতি পূরণ প্রদান করা হবে। নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ার জন্য সরকার প্রয়ােজনীয় সকল সহযােগিতাসহ কাঁচামাল সরবরাহ করিবে বলিয়া শিল্পমন্ত্রী তাহার বক্তৃতায় উল্লেখ করেন। তিনি সরকারের পক্ষ হইতে শিল্প প্রতিষ্ঠার পরিবেশ গড়ে তােলার জন্য আশ্বাস প্রদানের কথা বলেন। তিনি বলেন সরকার ব্যক্তিগত সম্পদের সীমা রেখা বাঁধিয়া দেন নাই। শুধু বেসরকারী খাতে একটি শিল্পের বিনিয়ােগকৃত অর্থের পরিমাণ ৩ কোটি টাকা পর্যন্ত নির্ধারিত করা হয়েছে অথচ এই নির্ধারিত বিনিয়ােগের মধ্যে ভিন্ন ভিন্ন ভাবে এক ব্যক্তির ৪টি শিল্প গড়ার ব্যাপারে কোন বিধিনিষেধ সরকার রাখে নাই। তিনি উল্লেখ করেন যে, এখন হইতে কোন উদ্যেক্তা নতুন শিল্প প্রতিষ্ঠার ব্যাপারে যদি উদ্যোগী হন তবে তাহাকে প্রয়ােজনীয় ঋণসহ আবেদনের ৩ মাসের মধ্যে উহা প্রতিষ্ঠার ব্যবস্থা করা হইবে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ৩ আগস্ট ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত